রবিবার, ০১ জানুয়ারী, ২০১৭, ০৭:২৮:৫২

এই মাছ থেকে সাবধান! নইলে অন্য জগতে হারিয়ে যেতে পারেন!

এই মাছ থেকে সাবধান! নইলে অন্য জগতে হারিয়ে যেতে পারেন!

এক্সক্লুসিভ ডেস্ক : মাছে ভাতে বাঙালী বলে কথা। মাছ ছাড়া বাঙালির কথা ভাবাই যায় না। খাস বাঙালির পাতে মাছ না পড়লেই যেন মনের মাঝে তুলকালাম। কিন্তু এমন মাছের কথা কি কোনওদিন শুনেছেন, যা খেলে রীতিমতো নেশা হয়ে যাবে আপনার? এমনি নেশা নয়, এই মাছ খেলে হেরোইন বা কোকেনের মতো নেশা হতে পারে আপনার। খবর এবেলার।

সোনালি ও হলুদ রঙের আঁশযুক্ত আর পাঁচটি মাছের মতোই দেখতে এই মাছটিকেও। কিন্তু এর ক্ষমতা মারাত্মক। এই মাছ খেলেই আপনার এমন নেশা হবে, যে তা কোনও ড্রাগের সমতুল্য। আরবি ভাষায় মাছটির নাম ‘সারপা সালপা’। ২০০৬ সালে এই মাছটি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ পায়।

১৯৯৪ সালে প্রথম এই মাছের খবর পাওয়া যায়। এক ব্যক্তি বেকড সারপা সালপা খেয়েছিলেন। তার পর সেই ব্যক্তির অসম্ভব রকম ভাবে হ্যালুসিনেশন হয়। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে, ওই ব্যক্তিকে হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে হয়েছিল। ৩৬ ঘণ্টা পর তিনি সুস্থ হয়েছিলেন। মাছটি খাওয়ার পরে প্রায় একই রকম অনুভূতি হয়েছিল সেন্ট ট্রোপেজের ৯০ বছরের এক বৃদ্ধারও।

মাছটি নিয়ে এখনও গবেষণা চলছে। বিজ্ঞানীদের ধারণা, কিছু খাবার খাওয়ার ফলেই মাছটির দেহে এক প্রকার বিষাক্ত ড্রাগ তৈরি হয়। যার ফলে হ্যালুসিনেশনের শিকার হন মানুষ। তবে এই ব্যাপারে এখনও গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা।

০১ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে