এক্সক্লুসিভ ডেস্ক : কোনও ফ্লুক নয়। এই খবর একেবারে ষোল আনার উপর ১৮ আনা সত্য। বেকারদের হতাশা কাটিয়ে কাজে উত্সাহ দেওয়ার জন্য অভিনব এক সিদ্ধান্ত নিয়েছে ফিনল্যান্ডের সরকার। ঠিক করা হয়েছে, ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে ২০১৯ সাল পর্যন্ত ২,০০০ বেকারকে প্রতি মাসে ৫৯০ ডলার দেওয়া হবে। বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪২ হাজার টাকা।
না, আমাদের এখানে নয়। বেকারদের জন্য এই নয়া নীতি নিয়েছে ফিনল্যান্ডের সামাজিক সুরক্ষা সংস্থা কেলা। এই দু'বছরে কোনও কাজ পান আর পান, প্রতি মাসের শুরুতেই বেকারদের অ্যাকাউন্টে টাকা পড়ে যাবে। দারিদ্র্য মোকাবিলায় সে দেশের সরকারের এরকমই একটি নীতি এর আগে অভূতপূর্ব সাফল্য পেয়েছিল।
ইউনিভার্সাল বেসিক ইনকামের আওতায় প্রত্যেক নাগরিক শধুমাত্র বেঁচে থাকার জন্য একটা নির্দিষ্ট অঙ্কের টাকা পেতেন। আর্থিক অবস্থা যা-ই হোক, প্রত্যেক নাগরিক এই অর্থ সাহায্য পেতেন সরকারের থেকে। এবার বেকারদের জন্য এই পরীক্ষামূলক নীতি কতটা কার্যকরী হয়, বিনা শ্রমে টাকা পেয়ে বেকারদের জীবনে ঠিক কী কী পরিবর্তন ঘটে, তা-ই দেখতে চাইছে কেলা।
০৩ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস