বুধবার, ০৪ জানুয়ারী, ২০১৭, ০৯:১৫:৪৪

বাঁদর ধরলেই মিলবে চাকরি, বেতন ১৮ হাজার

বাঁদর ধরলেই মিলবে চাকরি, বেতন ১৮ হাজার

এক্সক্লুসিভ ডেস্ক : বাঁদর ধরতে পারলেই চাকরিতে নিয়োগ দেয়ার ঘোষণা দিয়েছে ভারতের দক্ষিণ দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশন। প্রথমে কর্পোরেশনের পক্ষ থেকে বিজ্ঞাপনে বলা হয়, বাঁদর ধরে দিলে টাকা দেয়া হবে। তবে সেই উদ্যোগ সফল হয়নি।  

তাই নতুন ঘোষণা দিয়ে কর্পোরেশন জানিয়েছে, বাঁদর ধরে দিলে ১৮ হাজার টাকা বেতনের চাকরি দেয়া হবে।  

বাঁদরের অত্যাচারে অতিষ্ঠ দিল্লি। সেজন্যই এমন ঘোষণা। সিদ্ধান্তটি এখনো কার্যকর হয়নি। তবে কর্পোরেশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে সবাই। এতে বেশ সাড়া মিলবে বলেও ধারণা করা হচ্ছে।
০৪ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে