এক্সক্লুসিভ ডেস্ক: আরব দুনিয়া প্রবলভাবে পুরুষ শাসিত। মহিলাদের সমাজিক অবস্থা যে এখনও নাজুক তা এই ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। গিয়েছিলেন ছেলের বিয়ে ঠিক করতে। কিন্তু, মেয়ের মা আচমকাই জানিয়ে দেন বড় মেয়ের বিয়ে না দিয়ে ছোট মেয়ের বিয়ে দেবেন।
এদিকে, ছেলের পছন্দ ছোট মেয়েকে। এই নিয়ে ঝামেলা শুরু হয়ে যায়। কনের মা কোনওমতেই রাজি নন। পাত্র রীতিমতো চিৎকার শুরু করে দেন। পাত্রর বাবা বহু অনুনয় বিনয় করতে থাকেন মেয়ের মা-কে। রেগে চিৎকার করতে করতে বাড়ি থেকে বেরিয়ে যায় পাত্র। এরপরই বাবা, মেয়ের মা-কে বলে বসেন, আপত্তি না থাকলে তিনি বড় মেয়েকে বিয়ে করতে রাজি। কনের মা-ও রাজি হয়ে যান সঙ্গে সঙ্গে, সেখানেই পত্রপাট ছেলের বড় শালীকে বিয়ে করে নেন বাবা। সৌদি আরবের এই ঘটনায় এখন রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।-এবেলা
০৭ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/সবুজ/এসএ