রবিবার, ০৮ জানুয়ারী, ২০১৭, ০২:০৬:৪৯

জানেন, iPhone-এর বিক্রি কেন কমলো?

জানেন, iPhone-এর বিক্রি কেন কমলো?

এক্সক্লুসিভ ডেস্ক: সংস্থার বিক্রিতে ধাক্কা। যার নির্যাস, CEO-র বেতনে কোপ। এই আর্থিক বছরে অ্যাপেল-এর বিক্রি কমেছে। বিশ্বের অন্যতম বৃহত্‍‌ এই তথ্যপ্রযুক্তি সংস্থার গত ১৫ বছরে এই প্রথম বিক্রি কমল। তাই একলাফে ১৫ শতাংশ ছেঁটে দেওয়া হল খোদ সিইও টিম কুকের বেতন।

সংস্থার হিসেবে দেখা গিয়েছে, গত আর্থিক বছরে টিম কুককে ১.০৩ কোটি মার্কিন ডলার দিয়েছিল অ্যাপেল। এবারে তা কমে হয়েছে ৮৭ লক্ষ মার্কিন ডলার। শুধু সিইও-রই নয়, বেতনে কোপ পড়েছে অন্যান্য উচ্চপদস্থ কর্তাদেরও। দেখা যাচ্ছে, অ্যাপেল-এর রেভিনিউ কমেছে ৮ শতাংশ। কার্যকরী মুনাফা কমেছে ১৬ শতাংশ। দেখা গিয়েছে, বিক্রি কমেছে আইফোনের।

২০০১ সাল থেকে এখনও পর্যন্ত এই প্রথম লাভের পরিমাণ কমল অ্যাপেল-এর। এর আগে ২০০১ সালে অ্যাপেল-এর প্রয়াত কর্ণধার স্টিভ জোবসের আইপড বাজারে আনার আগের বছর কমেছিল মুনাফা।-এই সময়

০৮ জানুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে