শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০১৭, ০৮:০৮:০৯

যে সিনেমা দেখে হলেই জ্ঞান হারাচ্ছেন দর্শকরা!

যে সিনেমা দেখে হলেই জ্ঞান হারাচ্ছেন দর্শকরা!

এক্সক্লুসিভ ডেস্ক : ১৯৮১ সালে মুক্তি পেয়েছিল ‘ইভিল ডেড’-এর প্রথম পর্ব। তুমুল আগ্রহের সঙ্গে সিনেমা হলে ভিড় জমিয়েছিলেন দর্শকরা। কিন্তু, সিনেমার মাঝ পথেই অ্যাম্বুল্যান্স ডাকতে হয়। খবর ইন্ডিয়া টাইমসের।

সিনেমার ভয়াবহ দৃশ্য দেখে অজ্ঞান হয়ে যান এক দর্শক। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় তার। ২০১৭ সালে এমনই পরিস্থিতি হওয়ার আশঙ্কা রয়েছে। সৌজন্যে, ফরাসি ছবি ‘র‌্য’।

ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই আলোচনায় রয়েছে ছবিটি। শুধু মাত্র নিরামিষ খাওয়া এক কলেজ ছাত্রী কীভাবে নরখাদক হয়ে উঠবে, তা নিয়ে তৈরি হয়েছে ছবিটি। ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই সোশাল মিডিয়ায় ‘র‌্য’-এর বীভৎসতা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে।

সম্প্রতি টরোন্টো ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয় ‘র‌্য’। ফিল্ম চলাকালীন এক দর্শক অজ্ঞান হয়ে গেলে অ্যাম্বুল্যান্স ডাকতে হয় বলে জানান ছবির মার্কেটিং টিম-এর এক সদস্য। ‘র‌্য’ এর কান পুরস্কার জয়ী পরিচালক জুলিয়া ডকর্না জানান, ‘আমি চাই আরও বেশি দর্শক এই ছবিকে ভয় পান।'
১৩ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে