শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০১৭, ১১:২৪:৫৩

যে গ্রামের তাপমাত্রা মাইনাস ৭১ ডিগ্রি সেলসিয়াস!

যে গ্রামের তাপমাত্রা মাইনাস ৭১ ডিগ্রি সেলসিয়াস!

এক্সক্লুসিভ ডেস্ক : আপনি যা কল্পনাও করতে পারবেন না তা সত্যি হয়ে গেল! পৃথিবীর সবচেয়ে ঠান্ডা পড়লো রাশিয়ার ওয়মিয়াকন গ্রাম। এটি ঠান্ডার শেষ সীমানা নামেও পরিচিত। গ্রামটি যারা বসবাস করে হয়ত তাদের কাছে অভ্যাস হয়ে গেছে।

জানলে অবাক হবেন, এই গ্রামের গড় তাপমাত্রা থাকে মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস। ওয়মিয়াকন গ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ৭১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এমনই এক খবর জানিয়েছে ডেইলি মেইল।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, ওয়মিয়াকন গ্রামটিতে প্রায় পাঁচশ মানুষের বসবাস। এ গ্রামের মানুষের প্রধান পেশা মূলত বল্গা হরিণ পালন, শিকার ও মাছধরা। এখানকার অধিবাসীরা প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ার কারণে ফসলের চাষ করতে পারেন না। বল্গা হরিণই এদের খাবারের প্রধান উৎস।

গ্রামবাসী এখন ঠান্ডায় অভ্যস্ত হয়ে গেছেন। তবে তাপমাত্রা যদি মাইনাস ৫২ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় তখন গ্রামটির একমাত্র স্কুলটি বন্ধ রাখা হয়। প্রচণ্ড ঠান্ডার কারণে ওয়মিয়াকন গ্রামের বাসিন্দাদের বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হয়।

এর মধ্যে রয়েছে কলমের কালি জমে যাওয়া, বন্ধ করার পর গাড়ি ফের চালু করা। সবচেয়ে বড় সমস্যা হলো, গ্রামের কেউ মারা গেলে বরফের কারণে তাকে কবর দেওয়ার জায়গা পাওয়া যায় না। সেক্ষেত্রে মৃতদেহভর্তি কফিন সমাধিস্থ করার আগে কবর খননের জন্য আগুন জ্বালিয়ে বরফযুক্ত মাটি কাটা হয়। আর এই প্রক্রিয়া সম্পন্ন করতে অন্তত তিন দিন সময় লেগে যায়।  

তবে এই তাপমাত্রার কারণেই কিন্তু ওয়মিয়াকন গ্রামটি পর্যটকের জন্য আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে। কিছু কিছু ভ্রমণ বিষয়ক প্রতিষ্ঠান ‘ঠান্ডার শেষ সীমানা’ নামক গ্রামটি সফরের জন্য নতুন ভ্রমণ পরিকল্পনা তৈরি করেছে। আপনিও ইচ্ছা করলে যেতে পারেন সেই স্থানে। তবে যাওয়ার আগে একবার ভাবুন। যেখানে আমাদের সর্বনিন্ম তাপমাত্রা থাকে ১২-১৪ ডিগ্রি, সেখানে ওখানে হিমাঙ্কের নিচে অথ্যাৎ  ‌‌মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস। গেলে আর ফিরে আসতে নাও পারেন!

১৩ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে