শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০১৭, ১১:৩২:২০

আজই 'হ্যাপি নিউ ইয়ার ২০১৭'! কারণ এখানে..

আজই 'হ্যাপি নিউ ইয়ার ২০১৭'! কারণ এখানে..

এক্সক্লুসিভ ডেস্ক : হ্যাপি নিউ ইয়ার ২০১৭! কী ভাবছেন, হঠাৎ ১২ দিন পর কেন নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি? কারণ আজকেই যে নিউ ইয়ার ইভ! 'ফোউলা'র লোক জন তো তেমনই উইশ করছেন একে অপরকে। আজই ওদের বর্ষবরণের উচ্ছাস। সব গুলিয়ে যাচ্ছে তো! দাঁড়ান, দাঁড়ান বলছি আসল ব্যাপারটা। খবর জিনিউজের।

'ফোউলা' হল গ্রেট ব্রিটেনের প্রত্যন্ততম দ্বীপ। এখানকার মোট জন সংখ্যা- ৩০। এখানে নিউ ইয়ারের ১২ দিন বাদেই নিউ ইয়ার উদযাপনের রেওয়াজ। কারণ, 'ফোউলা'বাসী জুলিয়ান ক্যালেন্ডার মেনে চলেন। আর জুলিয়ান ক্যালেন্ডার মতে, আজই অর্থাত্ ১৩ই জানুয়ারি হল নববর্ষ এবং ৬ই জানুয়ারি বড়দিন।

উল্লেখ্য, ৪৬ খ্রীষ্টপূর্বাব্দে জুলিয়াস সিজার এই ক্যালেন্ডারের প্রবর্তন করেন। রোমের মিশর জয়ের আগে, ৪৫ খ্রীষ্টপূর্বাব্দের ১লা জানুয়ারি থেকে এই ক্যালেন্ডার কার্যকর হয়। রোমান দুনিয়ায় এই ক্যালেন্ডারটিই ছিল সবচেয়ে গ্রহণযোগ্য।

১৩ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে