শনিবার, ১৪ জানুয়ারী, ২০১৭, ০৯:২৯:২৪

রেস্তোরাঁর বিল ৬৫০০ টাকা, আর টিপস ৮৩ হাজার টাকা!

রেস্তোরাঁর বিল ৬৫০০ টাকা, আর টিপস ৮৩ হাজার টাকা!

এক্সক্লুসিভ ডেস্ক: রেস্টুরেন্টে খেতে গিয়ে বিল হল ৬ হাজার ৫০০ টাকা (৭৯ পাউন্ড)। আর বিল মিটিয়ে দেওয়ার পর টিপস দেওয়া হল ৮৩ হাজার টাকা (১০০০ পাউন্ড)! কী হল, হাঁ হয়ে গেলেন তো! অবাক হওয়ার মতোন খবরই বটে। এমনটাই ঘটেছে উত্তর আয়ারল্যান্ডের ভারতীয় রেস্তোরাঁ 'ইন্ডিয়ান ট্রি'তে।

যে ব্যক্তি খুশি হয়ে এই টিপ দিয়েছেন তিনি নিজের নাম প্রকাশ্য আনতে চাননা বলে জানিয়েছে স্থানীয় এক সংবাদপত্র। জানা গেছে, পাঁচ জনকে নিয়ে একটি পার্টি করতে 'ইন্ডিয়ান ট্রি'-তে এসেছিলেন ওই ব্যক্তি। বিবিসি-কেরেস্তোরাঁর মালিক লুনা একুশ জানিয়েছেন, "অনেকেই খুশি হয়ে টিপস দিয়ে যান। কিন্তু ইনি যা করেছেন তাতে আমরা অভিভূত।"

ওই মালিকই বলেছেন যে তাঁর রেস্তোরাঁর প্রধান কুক এর নাম বাবু। তাঁর হাতের রান্না খুবই পছন্দ করেন এই ব্যক্তি। প্রতিবারই তিনি শহরে এলে ফোন করে খোঁজ নেন যে সেদিন বাবু কী রান্না করেছেন? আর তারপরই সস্ত্রীক সেখানে চলে আসেন খানা-পিনা করতে।
১৪ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে