শনিবার, ১৪ জানুয়ারী, ২০১৭, ০৬:২০:৫৬

অসহায় মেয়েদেরই ‘ওরা’ টার্গেট করছে !

অসহায় মেয়েদেরই ‘ওরা’ টার্গেট করছে !

এক্সক্লুসিভ ডেস্ক: নারী পাচারের স্বর্গরাজ্য হয়ে উঠেছে তেলেঙ্গানা। সম্প্রতি এক স্বেচ্ছাসেবী সংগঠনের রিপোর্টে এমনই ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। রিপোর্টে বলা হয়েছে অন্ধ্রপ্রদেশে ও তেলেঙ্গানার ছোট ছোট শহর ও গ্রাম থেকে কিশোরী ও তরুণীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কাউকে কাউকে নামানো হচ্ছে ..., আর বাকিদের দিয়ে পরিচারিকার কাজ করানো হচ্ছে।

তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদকে সামনে রেখেই কাজ চালাচ্ছে এই পাচার চক্র। কারণ হিসেবে রিপোর্টে উঠে এসেছে, হায়দরাবাদের সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের যোগ রয়েছে রেল ও বাসের। আর তার সাহায্যে সহজেই পাচার হয়ে যাচ্ছে কিশোরী থেকে তরুণীরা।

রিপোর্টের ভিত্তিতে তদন্তে নেমে পুলিস জানতে পেরেছে, দুই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই সব অসহায় মেয়েদের নিয়ে আসা হয় হায়দরাবাদে। কিছুদিন রাখার পর তাদের পাচার করে দেওয়া হয় অপরাধের দুনিয়াতে। রিপোর্টে আরও বলা হচ্ছে, গত এক বছরে গোটা দেশে এই শহর থেকেই সবচেয়ে বেশি নারী পাচারের ঘটনা ঘটেছে।-জিনিউজ
১৪ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে