শনিবার, ১৪ জানুয়ারী, ২০১৭, ০৭:০৫:২৪

গুন্ডা ভাড়া করে স্বামীকে ব্যাপক পেটালেন স্ত্রী

গুন্ডা ভাড়া করে স্বামীকে ব্যাপক পেটালেন স্ত্রী

এক্সক্লুসিভ ডেস্ক : বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন স্বামী। তাই স্বামীকে উচিৎ শিক্ষা দিতে খোদ গুন্ডা ভাড়া করে আনলেন স্ত্রী। কিন্তু, সে শিক্ষা দেওয়ার আগেই নিজেরই গেলেন শ্রীঘরে। পাকিস্তানের ঘটনা।

লুবনা কামার রাজা নামে ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জানিয়েছেন, স্বামীকে শিক্ষা দিতে কিছু গুণ্ডা ভাড়া করেছিলেন তিনি। কারণ, তার স্বামী দিনের পর দিন রাত করে বাড়ি ফিরছিলেন। বারবার বলা সত্ত্বেও কোনও লাভ হয়নি। সন্দেহ বাড়ছিল ক্রমশ। অবশেষে অন্য পথে হাঁটতেই হল তাকে। পাক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এরপর পাঁচ লক্ষ টাকা দিয়ে গুণ্ডা ভাড়া করেন স্ত্রী।

একদিন মধ্যরাতে তাদের বাড়িতে ঢোকে গুণ্ডারা। মহিলার স্বামীর উপর ব্যাপক মারধর চালায়। এরপর পুলিশে অভিযোগ জানানো হয়। প্রথমে ডাকাতির মামলা করা হয়েছিল। তদন্ত করতে গিয়ে ধীরে ধীরে সামনে আসে আসল ঘটনা। জানা যায়, আরব গুল নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ ছিল লুবনার। এইসব জানার পরেই লুবনাকে গ্রেফতার করা হয়েছে। ভাড়া করা গুণ্ডাদের খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ। লুবনা তাদের অ্যাডভান্স ৫০,০০০ টাকাও দিয়েছিলেন।

১৪ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে