এক্সক্লুসিভ ডেস্ক : অভিনেতা হিসেবে শাহরুখ খান যেমন জনপ্রিয়, আদর্শ বাবা হিসেবেও পরিবারে তার গ্রহণযোগ্যতা রয়েছে। সন্তানদের প্রতি তিনি যেমন কুসুম কোমল, আবার কিছু কিছু বিষয়ে ভীষণ কঠোর।
‘ফেমিনা’ ম্যাগাজিনের জানুয়ারি সংখ্যায় সাক্ষাৎকার দিয়েছেন শাহরুখ। সেখানে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নানা বিষয়ে কথা বলেছেন। নারীদের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়ে তিনি কতটা কঠোর সে প্রসঙ্গেও কথা বলেছেন এ অভিনেতা।
শাহরুখ খান বলেন, ‘আমি আরিয়ান ও আবরামকে বলেছি, কখনো কোনো নারীকে আঘাত দেবে না। যদি তা করো, তাহলে আমি তোমাদের শিরশ্ছেদ করব! নারীরা তোমাদের ছেলেবেলার বন্ধু না; তাদের সম্মান করবে।’
শাহরুখ বর্তমানে ব্যস্ত ‘রইস’ সিনেমার প্রচারণা নিয়ে। সেই প্রচারের ফাঁকে সম্প্রতি ভারতের বেঙ্গালুরুতে ইংরেজি বর্ষবরণের রাতে মেয়েদের উপর গণ-শ্লীলতাহানীর ঘটনা নিয়ে মুখ খোলেন তিনি।
‘রইস’ ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। সিনেমাটি পরিচালনা করেছেন রাহুল ডোলাকিয়া। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে সিনেমাটি। একই দিনে মুক্তি পাবে হৃত্বিক অভিনীত ‘কাবিল’।
১৪ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস