এক্সক্লুসিভ ডেস্ক : মোবাইল ছাড়া দুনিয়া ভাবতেই পারেনা,আর আজকাল নতুন জেনারেশন মোবাইলের প্রেম পাগল,অথচ এই বিলাসিতার জিনিসটাই হয়ে উঠেছে মৃত্যুর কারন,মোবাইল স্বাস্থ্যের জন্য বিপদ ও ঝুঁকি সৃষ্টি করে কারণ যতক্ষণ মোবাইল সুইচ অন করা থাকে, ততক্ষণ তারা রেডিও তরঙ্গ নির্গত করে। এর প্রভাবে নানা ক্ষতি হতে তাকে শরীরের।গবেষনা বলছে মোবাইল ব্যবহারের কারনে হতে পারে নিম্নলিখিত রোগ: খবর ভারতীয় সংবাদ মাধ্যম এএনএন নিউজের।
ক্যান্সার : একটি গবেষণা প্রমাণ করেছে যে মোবাইল ফোনে রেডিও ফ্রিকোয়েন্সি নির্গত হয়। এটা সুস্পষ্ট যে এই বর্ধিত নির্গমন মোবাইল ব্যবহারকারীদের স্বাস্থ্যের উপর কিছু বিরূপ প্রভাব ফেলে। এটা মস্তিষ্কের টিউমারও সৃষ্টি করতে পারে।
ঘুমের গোলমাল : আপনি কি কখনো ভেবেছেন আপনার ঘুম ভালোভাবে না হওয়ার প্রধান কারণ কি? বিভিন্ন গবেষণায় জানা গেছে যে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার, এর অন্যতম কারণ হতে পারে| এটা প্রধান অবদান যা আমাদের ঘুমের প্যাটার্নে বাধা হয়ে দাঁড়ায়।
হৃদপিণ্ডজনিত সমস্যা : রেডিয়েশন যা কর্ডলেস ফোন, মোবাইল থেকে নিঃসরিত হয় যা হার্ট ফাংশনের অস্বাভাবিকত্ব ঘটায় এবং এটি লোহিত রক্তকণিকার (আরবিসি) গণনা হ্রাস করে। ফলে হৃদযন্ত্রের জটিলতা বাড়ার আশঙ্কা থাকে।
বন্ধ্যাত্ব : মোবাইল ফোন ব্যবহার বন্ধ্যাত্ব ঘটাতে পারে! একটি গবেষণা প্রকাশিত হয়েছে যে মোবাইল ফোন বিকিরণে শুক্রাণু কমে যায়। সুতরাং, আপনি মোবাইল ফোনের কম ব্যবহার নিশ্চিত করুন।
শ্রবণশক্তির হ্রাস : মোবাইলের রেডিয়েশনের কারণে অপনি বধির হেয় যেত পারেন? গবেষণায় দেখা গেছে যে সেল ফোন থেকে নির্গত ইলেক্ট্রোম্যাগনেটিক (ই.এম.) ক্ষেত্রর দীর্ঘমেয়াদী এক্সপোজার শ্রবণশক্তি হ্রাস করতে পারে। অতএব, মোবাইল ফোন কম ব্যবহার করুন।
১৪ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস