রবিবার, ১৫ জানুয়ারী, ২০১৭, ০৯:৫৮:০৩

এই যুবতীর তিনটি পা? বিশ্বজুড়ে ইন্টারনেটে ঝড়!

এই যুবতীর তিনটি পা? বিশ্বজুড়ে ইন্টারনেটে ঝড়!

এক্সক্লুসিভ ডেস্ক : কত কিছুই তো ভাইরাল হয় ইন্টারনেটে। সব কিছু আমার আপনার নজর কাড়ে না। তবে গত বছরে ইন্টারনেটে ভাইরাল হয়ে যাওয়া বহু ছবি বেশ কিছু মানুষের ভাগ্য বদলে দিয়েছিল। যেমন ধরুন পাকিস্তানের সেই নীল চোখের চা বিক্রেতা। বা নেপালের সেই সুন্দরী তরকারিওয়ালি।

নতুন বছরেও এমন ছবি ভাইরাল হল ইন্টারনেটে। নতুন বছরে প্রথম ইন্টারনেটে ঝড় তোলা ছবিটি একটি সুন্দরী মেয়ের। তবে তাঁর সৌন্দর্য রাতারাতি তাঁকে নেটদুনিয়ায় বিখ্যাত করে তোলেনি। বরং তার ভাইরাল হয়ে যাওয়া ছবিটি দেখে প্রশ্ন জাগছে তার কটি পা? আপাতদৃষ্টিতে ছবিটি দেখে মনে হচ্ছে যুবতীর পায়ের সংখ্যা তিনটি।

আর এই তিন পেয়ে যুবতীকে দেখেই অবাক নেটদুনিয়া। এমন আশ্চর্য ছবির দিকে প্রায় মিনিট খানেক তাকিয়ে থাকলে বোঝা যায়, আসলে যুবতীর আমার-আপনার মতো ঠিক দুটো পা রয়েছে। ছবি তোলার সময় তিনি কেবল মাটির ফুলদানি সঙ্গে নিয়েছেন। যাকে দেখে হুবহু তৃতীয় পায়ের মতো মনে হচ্ছে। সংভাদ প্রতিদিন

১৫ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে