এক্সক্লুসিভ ডেস্ক : ছিলেন ব্যবসায়ী, হয়ে গেলেন রাজনীতিবিদ থেকে দেশের প্রেসিডেন্ট। তাও আবার যে সে দেশ নয়। আমেরিকার মতো বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রটির প্রেসিডেন্ট তিনি। শুরু থেকে যেন বিতর্কের আরেক নাম হয়ে ওঠেন ডোনাল্ড ট্রাম্প। কখন বিদ্বেষমূলক মন্তব্যের জন্য তো কখন আবার নারী কেলেঙ্কারী। নতুন করে আবার হাঙ্গেরির এক সুন্দরীর বক্তব্য আলোচনার খোরাক হলেন ট্রাম্প। মেয়েটির নাম কাতা।
হাঙ্গেরির ওই ভিডিও সাক্ষাৎকারে কাতাকে বলতে শোনা যায়, ‘আমরা রাশিয়ায় ছিলাম। মিস ইউনিভার্স (ট্রাম্পের প্রযোজিত সুন্দরী প্রতিযোগিতামূলক অনুষ্ঠান)-এর চূড়ান্ত পর্বে। একপর্যায়ে এক লোক আমার দিকে এগিয়ে আসে আর আমার হাত ধরে তার দিকে টেনে নেয়। এরপর সে জিজ্ঞেস করে, তুমি কে?’ কাতা বলেন, ‘ওই লোক আমাকে ইংরেজিতে এ প্রশ্ন করে। আমি খুবই বিব্রত বোধ করি। আমি এতটাই বিব্রত হই যে, আমি কিছুই বলতে পারি নি। শুধু বলেছি, হাঙ্গেরি! এরপর ওই লোক আমাকে জিজ্ঞেস করে, তাহলে আপনি এখানে কেন? ওই লোক এরপর আমাকে তার বিজনেস কার্ড ও ব্যক্তিগত নম্বর দেয়। এরপর সে আমাকে জানায় কোন হোটেলের কোন কক্ষে তিনি থাকছেন। ওই লোকটি ছিল ডোনাল্ড ট্রাম্প।’
কাতা হাঙ্গেরিয়ান গণমাধ্যমকে জানান, ট্রাম্পের ওই সোনালী রঙের বিজনেস কার্ড আজও তার কাছে আছে। হাঙ্গেরির সংবাদ মাধ্যম ব্লিক ওই বিজনেস কার্ডের একটি ছবিও প্রকাশ করেছে।
১৬ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসবি