এক্সক্লুসিভ ডেস্ক : আজকের দিনে ১০০ টাকার কী-ই বা মূল্য! কিন্তু এই ১০০ টাকার সুচিন্তিত প্রয়োগই আপনার কোটিপতি হওয়ার রাস্তা প্রশস্ত করতে পারে। এমনটাই দাবি অর্থনীতিবিদ বৎসল রামাইয়ার। কী ভাবে হওয়া যাবে কোটি টাকার মালিক, সেই রাস্তাও তিনি বাতলে দিয়েছেন একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে। আসুন, দেখে নেওয়া যাক।
এক জন মধ্যবিত্তের মাসিক আয় কুড়ি হাজার টাকার আশেপাশে হওয়া স্বাভাবিক বলেই ধরে নিচ্ছেন বৎসল। তেমনটা যদি হয়, তা হলে প্রতি দিন ১০০ টাকা সঞ্চয় করা এমন কিছু কঠিন কাজ নয়। কোটিপতি হওয়ার পথে আপনার প্রাথমিক কর্তব্য সেটাই। যদি এমনটা করতে পারেন, তা হলে এক মাসে ৩০ দিনের হিসেবে জমবে মোট ৩০০০ টাকা। এক বছরে সঞ্চয়ের হিসেব দাঁড়াবে ৩৬ হাজার টাকা।
কর্মজীবনের একেবারে প্রারম্ভে দাঁড়িয়ে থাকা এক জন মধ্যবিত্তের এখনও ৩০ বছর চাকরির মেয়াদ রয়েছে বলে ধরে নিচ্ছেন বৎসল। তেমনটা যদি হয়, তা হলে অবসরের আগে সেই ব্যক্তির স়ঞ্চয়ের পরিমাণ দাঁড়াবে ১০.৮০ লক্ষ(৩৬০০০X৩০) টাকা।
অর্থাৎ সঞ্চয়ের পাশাপাশি এমন কোনও পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে ৩০ বছরে ১০.৮০ লক্ষ টাকার বিনিয়োগ থেকে ১ কোটির বেশি অঙ্কের টাকা রিটার্ন পাওয়া যায়। প্রশ্ন হল, কোথায় বিনিয়োগ করবেন? মনে রাখতে হবে, এই হিসেবে ৩০ বছরে কোটিপতি হতে গেলে প্রতি বছর আপনার ১২ শতাংশ কম্পাউন্ড ইন্টারেস্ট প্রয়োজন। ফিক্সড ডিপোজিটে বিনিয়োগে এই পরিমাণ ইন্টারেস্ট পাবেন না। তবে কি রিয়েল এস্টেটের ব্যবসা? সেখানে প্রতি মাসে ৩ হাজার টাকা করে বিনিয়োগ কার্যত অবাস্তব পরিকল্পনা। অতএব সবচেয়ে বুদ্ধিমানের কাজ হল, যে সমস্ত ইকুইটি মিউচাল ফান্ড স্টক মার্কেট, সরকারি বন্ড, এবং অন্যান্য ইনস্ট্রুমেন্টে তাদের টাকা খাটায়, সেগুলিতে বিনিয়োগ করা। সেগুলিতে কী ধরনের রিটার্ন পাওয়া যাবে?
রামাইয়া হিসেব করে দেখাচ্ছেন, সেনসেক্স অনুসারে ১৯৭৬ সালে করা ১০০ টাকার বিনিয়োগ ২০০৬ সালে ২৬,৭০০ টাকায় পরিণত হয়েছে এবং ১৯৭৯ সালের হিসেব অনুসারে ১০০ টাকার বিনিয়োগ ২০০৯ সালে পরিণত হয়েছে ১৭,৪৬৪ টাকায়। অর্থাৎ প্রথম ক্ষেত্রে কমপাউন্ড অ্যানুয়াল রিটার্নের পরিমাণ ১৭.৮৬ শতাংশ। এবং দ্বিতীয় ক্ষেত্রে ১৭.৩৪ শতাংশ।
বৎসলের বক্তব্য, স্বাভাবিক ভাবে মিউচাল ফান্ডে ১২ শতাংশের কম বার্ষিক কমপাউন্ড ইন্টারেস্ট পাওয়া প্রায় অসম্ভব। আর যদি ন্যুনতম সেই ইন্টারেস্টও পেতে থাকেন, তবে ৩০ বছরে আপনার সঞ্চয়ের পরিমাণ দাঁড়াবে ১.০৫ কোটি। অবসরের আগে আপনি হয়ে যাবেন কোটিপতি। -এবেলা।
১৬ জানুয়ারী, ২০১৭এমটিনিউজ২৪/সৈকত/এমএম