এক্সক্লুসিভ ডেস্ক: বিশ্বের ৩৬০ কোটি দরিদ্র মানুষের টাকার সমান টাকা মাত্র আটজন ব্যক্তির হাতে। আর বাকি অর্ধেক দরিদ্র মানুষের সম্পদ রয়েছে ৬২ জন ধনকুবেরের হাতে। যুক্তরাজ্য ভিত্তিক দাতা সংস্থা অক্সফাম তাদের এক গবেষণায় এ তথ্য তুলে ধরেছে।
ধনী ও দরিদ্রের মধ্যে পার্থক্য আশঙ্কার চেয়েও বহুগুণ বেড়েছে বলেও জানিয়েছে দাতা সংস্থাটি। এই সংস্থাই এর আগে জানিয়েছিল মাত্র ১ শতাংশের হাতে বিশ্বের সব মানুষের সমান সম্পদ।
সম্পদশালী এই আটজনের ছয়জনই মার্কিন যুক্তরাষ্ট্রের। যার মধ্যে রয়েছেন মাইক্রোসফটের বিল গেটস থেকে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। বাকি দুজনের একজন স্পেন ও অপরজন মেক্সিকাের।
অক্সফামের প্রতিবেদনটি ডাভোসে শুরু হতে যাওয়া বিশ্ব অর্থনৈতিক ফোরামেও উপস্থাপিত হবে। সেবা সংস্থাটিতে কাজ করা গবেষক ও কর্মীরা বলছেন, এই গবেষণা উপস্থাপন দাতাদের আরও উৎসাহিত করবে।
অক্সফামের প্রতিবেদনটি ফোর্বস এবং বার্ষিক ক্রেডিট স্যুইস গ্লোবাল ওয়েলথের ডাটাবুকের তথ্যে উপর ভিত্তি করে তৈরি হয়েছে।
আর এই জরিপ নির্ধারণ করতে একজন ব্যক্তির সম্পদ, প্রধানত সম্পত্তি এবং জমি ও ঋণের মান ব্যবহার করা হয়েছে।
আট বিলিয়নিয়ারের মধ্যে যারা রয়েছেন-
১. বিল গেটস(যুক্তরাষ্ট্র): মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা (সম্পদ ৭৫ বিলিয়ন মার্কিন ডলার)।
২.আমানসিও ওর্তেগা (স্পেন): জারা ওনার ইন্ডিটেক্সের প্রতিষ্ঠাতা (সম্পদ ৬৭ বিলিয়ন ডলার)।
৩. ওয়ারেন বাফেট (যুক্তরাষ্ট্র): শেয়ার মার্কেট বার্কশায়ার হ্যাথাওয়ে (সম্পদ ৬০.৮ বিলিয়ন ডলার)।
৪. কার্লোস সিলিম হেলু(মেক্সিকো): গুরুপো কারসোর মালিক (সম্পদ ৫০ বিলিয়ন ডলার)।
৫. জেফ বিজোস(যুক্তরাষ্ট্র): প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আমাজন (সম্পদ ৪৫.২ বিলিয়ন ডলার)।
৬.মার্ক জাকারবার্গ(যুক্তরাষ্ট্র): সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ফেসবুক (সম্পদ ৪৪.৬ বিলিয়ন ডলার)।
৭. ল্যারি এলিসন(যুক্তরাষ্ট্র): সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ওরাকল (সম্পদ ৪৩.৬ বিলিয়ন ডলার)।
৮. মাইকেল ব্লুমবার্গ(যুক্তরাষ্ট্র): ব্লুমবার্গ এলপির মালিক (সম্পদ ৪০ বিলিয়ন ডলার)।
১৬ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/টি,জে