বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫, ০৭:৪৭:২৬

বিশ্বের সব রাজধানীর নাম মুখস্ত বলতে পারে ৪ বছরের শিশু!

 বিশ্বের সব রাজধানীর নাম মুখস্ত বলতে পারে ৪ বছরের শিশু!

এক্সক্লুসিভ ডেস্ক : বয়স সবে মাত্র ৪।  স্কুলে এখনো ভর্তি হয়নি।  হারুন নামে এই শিশুটির মেধা খুবই প্রখর।  এরই মধ্যে সে দুনিয়ার পুরোটা চিনে ফেলেছে।

প্রশ্ন জাগতে পারে কি করে তা সম্ভব? হ্যাঁ, অসম্ভবকে সম্ভব করে তুলেছে সে।

স্কুলে ভর্তি না হলেও পাকিস্তানের খায়বার-পাকতুনখাওয়ার এ শিশুটি বিশ্বের সব দেশের রাজধানীর নাম মুখস্ত বলতে পারে।

মানচিত্রে সেগুলোর স্থানও বলে দিতে পারে।  শিশুটির এমন কৃতিত্ব সত্যিই অবাক করার।  তাই তার ভাই ভিডিও করে অনলাইনে ছেড়েছে।  এতে শিশুটির দক্ষতা ভালোভাবেই ফুটে উঠেছে।
১৫ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে