এক্সক্লুসিভ ডেস্ক: গত ২০ জানুয়ারি আমেরিকার ৪৫ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু প্রেসিডেন্ট হওয়ার আগে যে কীর্তি ট্রাম্প করেছেন তার নজির আর কোনও মার্কিন প্রেসিডেন্টের নেই। ট্রাম্প সম্পর্কে যে তথ্য জানা গেছে তা সকলের চোখ কপালে তুলে দেবে। জানা গেছে, সফ্ট পর্ণ ভিডিওতেও তাঁকে দেখা গিয়েছিল।
দ্য মিরর-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ৭০ বছরের এই ধনকুবেরকে ২০০০ সালে প্লেবয় ফিল্মে দেখা গিয়েছিল। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ভিডিও-র শিরোনাম সেন্টারফোল্ড। এতে সম্পূর্ণ নিরাভরন মহিলাদের দেখা গিয়েছে। তাঁদের বিভিন্ন ধরনের ভাবভঙ্গি করতে এবং একে অপরকে মধু মাখিয়ে দিতে দেখা গিয়েছে।
এই ভিডিও-তে অতিথি শিল্পীর ভূমিকায় দেখা যায় ট্রাম্পকে। তিনি নিউইয়র্কে প্লেমেটদের স্বাগত জানান। তিনি একটি লিমুজিনে শ্যাম্পেনের বোতল ভেঙে প্লেবয় লোগোতে শ্যাম্পেন ছড়িয়ে দেন। ভিডিও-তে তাঁকে বলতে শোনা যায়, ‘সুন্দর সুন্দরই হয়। দেখা যাক, নিউইয়র্কে এরপরে কী ঘটে’! মজার ব্যাপার হল, গত বছর ভোটের প্রচারে প্রেসিডেন্ট নির্বাচিত হলে পর্নোগ্রাফির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বলেছিলেন ট্রাম্প। -এবিপি আনন্দ
২৪ জানুয়ারি, ২০১৭/এমটিনিউজ২৪/সবুজ/এসএ