বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭, ০২:৫৩:১৩

এক কাপ চা খেয়েই রহস্যজনক মৃত্যু!

এক কাপ চা খেয়েই রহস্যজনক মৃত্যু!

এক্সক্লুসিভ ডেস্ক:  এক কাপ চা… তাই খেয়েই ট্রেনে রহস্যজনকভাবে মৃত্যু জামিনে মুক্ত অভিযুক্তর। যা ঘিরে ঘনাচ্ছে রহস্য! কলকাতা থেকে দার্জিলিং মেলে জলপাইগুড়ি যাচ্ছিলেন মলয় রায় নামে ওই অভিযুক্ত। টাকা পাচার ও সিবিআই অফিসারের পরিচয় দেওয়ার অভিযোগে মাসখানেক আগে শিলিগুড়ি থেকে গ্রেফতার করা হয় তাঁকে। কিছুদিন আগে জামিনে মুক্তি পান মলয়। মঙ্গলবার তাঁর শিলিগুড়ি আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল।

সূত্রের খবর, কিষাণগঞ্জের কাছে প্ল্যাটফর্মে নেমে চা খান তিনি। এরপরই অসুস্থ হয়ে পড়েন। ট্রেনের কামরাতেই সংজ্ঞাহীন হয়ে যান। অভিযোগ, গার্ডকে অসুস্থতার কথা জানানো হলেও ডাকা হয়নি কোনও চিকিত্সককে। ট্রেনে কোনও চিকিত্সার ব্যবস্থাও করা হয়নি।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সকাল সাড়ে ৮ টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছয় দার্জিলিং মেল। আগে থেকে জিআরপিকে খবর দেওয়া হলেও, চিকিত্সক আসেন ৩ ঘণ্টা বাদে। সাড়ে ১০ টা নাগাদ ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয়। চিকিত্সায় গাফিলতির অভিযোগ তুলেছেন মৃতের পরিবার। কী কারণে মৃত্যু, তদন্ত শুরু করেছে পুলিশ। চায়ে কিছু মেশানো ছিল না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।-এবিপি আনন্দ

২৫ জানুয়ারি, ২০১৭/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে