বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭, ০৮:৫৪:১২

৪০০ বছর পর ব্রিটেনে ফিরল এই প্রাণী, যা বদলে দেবে 'ভূগোল'

 ৪০০ বছর পর ব্রিটেনে ফিরল এই প্রাণী, যা বদলে দেবে 'ভূগোল'

এক্সক্লুসিভ ডেস্ক: একসময় গোটা ইউরোপ ও এশিয়ার একাংশে ছিল তাদের রাজত্ব। ব্রিটেনের মাটিও ছিল অবাধ বিচরণ ক্ষেত্র। কিন্তু মাঝের চার'শো বছরে তাদের অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছিল না। অতীতের আরও অনেক প্রাণীর মতো তার বিলুপ্তই হয়ে গিয়েছে বলে ধরে নেওয়া হয়েছিল। কিন্তু, তা যে নয়, তারা যে এখনও পৃথিবীর জলমাটিবাতাসে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে, সম্প্রতি তা জানা গিয়েছে।

প্রাণীবিজ্ঞানীরা জানাচ্ছেন, ব্রিটেনের মাটিতে আবার ধীরে ধীরে ফিরছে বিভার্স। গত কয়ের বছর ধরেই তাদের দেখা যাচ্ছে। দক্ষিণপশ্চিম ইংল্যান্ডের গাছগাছালি ঘেরা তিন হেক্টর জায়গাজুড়ে এই প্রাণীটির সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সুরক্ষা দিতে লাগানো হয়েছে বিদ্যুতের কাঁটাতার। নিরপত্তার সেই ঘেরাটোপে থেকে অনুকূল পরিবেশে দ্রুত বংশবিস্তারও করছে বিভার্স।

এক্সেটার বিশ্ববিদ্যালয়ের পরিবেশ গবেষক রিচার্ড ব্রাজিয়ার ও তাঁর এক সহকর্মী অ্যালেন পুটক চারশো বছর পর ফিরে আসা এই প্রাণীটিকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন। রিচার্ড জানান, ২০১১ মার্চে নতুন করে দেখা মেলে রোডেন্ট প্রজাতির এই প্রাণীটির। তার পরেই উদ্যোগী হয়ে বিলুপ্তপ্রায় এই প্রাণীটির বংশবিস্তারের ব্যবস্থা করেন। এই পাঁচ বছরে দ্রুতহারে বংশবৃদ্ধিও করছে প্রাণীটি। বানিয়েছে নিজেদের বাসাও। ইঁদুরের মতোই তারা খুঁড়েছে সুড়ঙ্গপথ।

বিভার্স নিয়ে এত আগ্রহের কারণ কী? রিচার্ড জানালেন, দেখতে ছোট হলেও এদের আপনি বলতে পারেন ইকোসিস্টেম ইঞ্জিনিয়ার। বাস্ততন্ত্রে ভারসাম্যে বড় ভূমিকা রয়েছে বিভার্সের। তাই পরিবেশের স্বার্থেই এদের ফিরিয়ে আনাটা জরুরি।-এই সময়
২৫ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে