শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১৭, ১১:২৪:৫৫

এক ডিমে ৫ কুসুম, হতভম্ব গৃহিনী!

এক ডিমে ৫ কুসুম, হতভম্ব গৃহিনী!

এক্সক্লুসিভ ডেস্ক : ওমলেট করার জন্য ডিম ফাটিয়ে যখন পাত্রে ফেললেন এমএস তাও, তার চক্ষু ছানাবড়া। একটা-দুটো নয়, একেবার পাঁচ পাঁচটা কুসুম! প্রত্যেকটাই অক্ষত এবং স্বতন্ত্র।

হ্যাঁ, এমনই বিরল ঘটনার সাক্ষী হয়ে রইলেন চীনের হুবেই প্রদেশের গৃহিনী এমএস তাও।

এ সময় তাও সঙ্গে ছিলেন তার ৮০ বছরের বৃদ্ধা মা। তিনিও তো পাঁচটি কুসুম দেখে রীতিমত ভিরমি খাওয়ার অবস্থা।

এমএস তাও জানিয়েছেন, স্থানীয় বাজার থেকেই কিনে এনেছিলেন এই ডিম। আর পাঁচটা ডিমের মতোই দেখতে। প্রত্যেকটি ডিমের কুসুম ছিল প্রায় ১.৫ সেন্টিমিটার ব্যাসার্ধের।

এ বিষয়ে হুজহং এগ্রিকালচার ইউনিভার্সিটির ফুড সায়েন্স এবং প্রযুক্তি বিদ্যার অধ্যাপক জিন গুয়োফেং বলেন, 'একটি ডিমের মধ্যে দুটি কুসুম প্রায়ই দেখা যায়। কিন্তু একটি ডিমের পাঁচটি কুসুম একেবারেই বিরল ঘটনা।'

তিনি বলেন, 'এটি মুরগির এক ধরনের ডিজঅর্ডার বলা যেতে পারে।'
ডিম হাতে গৃহিনী এমএস তাও কিন্তু এই ডিমের কুসুম যে চোখ বুজে খেতে পারেন, সে আশ্বাসও দেন অধ্যাপক গুয়োফেং।

এর আগে ২০১৫ সালে ব্রিটেনে জ্যান লং নামে এক মহিলা একাধিক কুসুম খুঁজে পান একটি ডিমের ভিতর। কিন্তু সে ক্ষেত্রে কুসুমের সংখ্যা ছিল চারটি।

পাঁচটি কুসুম পেয়ে তাও-এর পরিবার কিন্তু বেজায় খুশি। এই ঘটনাকে নতুন চীনা বছরে তাদের পরিবারে সমৃদ্ধি আসার লক্ষণ হিসেবে দেখছেন তারা।

চীনা সোশ্যাল মেসেঞ্জার উইচ্যাটে আপলোড করার পর ভাইরাল হয়ে ওঠে এই ছবি। আগামীকাল ২৮ জানুয়ারি তারিখ চীনা নববর্ষ।

তাও জানিয়েছেন, পাঁচ কুসুমের ভাজা খেয়ে চীনা নববর্ষ পালন করবেন।
২৭ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে