এক্সক্লুসিভ ডেস্ক: দক্ষিণ-পূর্ব দিল্লির বাসিন্দা সোনু গুপ্ত ঝগড়া করছিলেন শ্বশুর-শাশুড়ির সঙ্গে। ঝগড়ার মাত্রা এমন পর্যায়ে পৌঁছায় যে, রাগে সোনু তার ২ বছরের সন্তানকে বিছানা থেকে তুলে সিঁড়ি দিয়ে ছুঁড়ে ফেলে দেন। এই ঘটনায় শিশুটি মাথায় ও মুখে আঘাত পেয়েছে। তাকে এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুরো ঘটনাটি বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে। সোনুর স্বামী নিতীন গুপ্ত পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। সোনুর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। এই মহিলাকে এখনও গ্রেফতার করা হয়নি।
নিতীন ও তাঁর বাবা-মায়ের অভিযোগ সোনু মাঝে মাঝেই রেগে গিয়ে এরকম মারাত্মক কাণ্ড ঘটান। সেই জন্যই তাঁরা সিসিটিভি ক্যামেরা লাগিয়েছেন। তাঁদের অভিযোগ, এই ঘটনার সময় সম্পত্তি নিয়ে ঝগড়া করছিলেন সোনু। তখনই শ্বশুর-শাশুড়িকে হুমকি দিয়েছিলেন যে, তিনি বাচ্চাকে মেরে ফেলবেন আর স্বামীর পরিবারের উপর খুনের অভিযোগ আনবেন।- এবেলা
২৭ জানুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এআর