শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১৭, ০৯:৪৫:১০

প্রেমের টানে ব্রাজিল থেকে হবিগঞ্জে ছু্টে এলেন মাঝবয়সী নারী

প্রেমের টানে ব্রাজিল থেকে হবিগঞ্জে ছু্টে এলেন মাঝবয়সী নারী

এক্সক্লুসিভ ডেস্ক : ভালোবাসার টানে ব্রাজিল থেকে বাংলাদেশে এলেন এক মাঝবয়সী নারী। ৪৭ বছর বয়সী ওই নারীর নাম সেওমা বিজেরা। সব বাধা পেরিয়ে পা রেখেছেন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হালিতলা বারৈইকান্দি গ্রামে। সেওমা ব্রাজিলে পেশায় একজন স্কুলশিক্ষক। বর্তমানে সেওমা আইন বিষয়ে ব্রাজিলে লেখাপড়া করছেন।

ওই গ্রামের আসকান উদ্দিনের বড় ছেলে মৌলভীবাজার সরকারি কলেজের মার্স্টাস শেষ বর্ষের ছাত্র মো. আবদুর রকিবের বাড়িতে। মাত্র কয়েক দিনের ব্যবধানে এ ধরনের ঘটনা ফের সোশাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। খবর পেয়ে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে অসংখ্য লোকজন ভিড় জমাচ্ছেন আবদুর রকিবের বাড়িতে।

ইতিমধ্যেই আবদুর রকিব ও সেওমা বিয়েও সেরে ফেলেছেন। সাংবাদিক পরিচয় পেয়ে বেশ আন্তরিকতার সাথেই সেওমা কথা বলেন সম্পর্ক ও বিয়ে নিয়ে। মো. আবদুর রকিব জানান, প্রায় ৯ মাস পূর্বে তিনি ফেসবুকে সেওমার আইডিতে লাইক দেন। সেওমাও তাকে লাইক দেন। এভাবেই শুরু। এভাবে চলতে চলতে একপর্যায়ে তাদের টেক্সট বিনিময়ের মাধ্যমে প্রায় প্রতিদিনই তাদের কথা হতো। ২০১৬ সালের ডিসেম্বর মাসের প্রথম দিকে সেওমা ব্রাজিলে বাংলাদেশের দূতাবাসে গিয়ে ভিসা সংগ্রহ করেন। ৯ মাস পর গত বছরের ৩১ ডিসেম্বর তিনি বাংলাদেশে আসেন।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান মো. আবদুর রকিব। চলে আসেন নবীগঞ্জে। রকিবের পরিবারের আপত্তি না থাকায় গত ৩ জানুয়ারি বিয়ের কাজ সম্পন্ন করেন। আবদুর রকিব বলেন, 'ফেসবুকের সূত্র ধরেই আমাদের পরিচয় ও প্রেম। শেষ পর্যন্ত এখন আমরা সুখে শান্তিতে সংসার করছি। সেওমা বাংলা বলতে শিখেছে। রকিবের পরিবারের সকল সদস্য এখন খুবই খুশি। '

সেওমা জানালেন, এর আগেও তার বিয়ে হয়েছে। ওই সংসারে ৩টি সন্তানও রয়েছে। এক ছেলে ও দুই মেয়ে। ছেলের নাম ইদুওয়ারদু এবং মেয়ে দেবুরা ও ব্রুনা। তবে আগের স্বামীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে গেছে অনেক আগেই।

২৬ বছর বয়সী রকিবের কাছে প্রশ্ন ছিল ৪৭ বয়সের ব্রাজিলিয়ান নারীর সাথে প্রেম করে বিয়ে করেছেন, কোনো উদ্দেশ্য আছে কি না। উত্তরে রকিব জানান, সত্য ভালোবাসায় বয়স কোনো ব্যাপারই না।

শনিবার সেওমা নবীগঞ্জ থেকে তার নিজ দেশ ব্রাজিলে চলে যাবেন। সেখানে গিয়ে তার স্বামীকে ব্রাজিল নেওয়ার জন্য কাগজপত্র তৈরি করে রকিবের কাছে পাঠাবেন। নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ ছাবির আহমেদ চৌধুরী বলেন, 'গ্রেমের টানে সুদূর ব্রাজিল থেকে বাংলাদেশের ছোট্ট একটি গ্রামে এক মহিলার এভাবে ছুটে আসা সত্যিই বিরল একটি ঘটনা। '

২৭ জানুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে