শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১৭, ১০:৪৬:১৫

যে ৮টি বিষয় আপনার জীবনসঙ্গী আপনাকে জানাতে চান!

যে ৮টি বিষয় আপনার জীবনসঙ্গী আপনাকে জানাতে চান!

এক্সক্লুসিভ ডেস্ক : প্রেম-এর অর্থ কী? বিশ্বাস। ভরসা। আকর্ষণ। বন্ধুত্ব। প্রেমের অর্থ জিজ্ঞেস করলে এমন একাধিক উত্তর আসবে। আসলে প্রেমের ব্যাখ্যা মানুষ বিশেষে আলাদা। কিন্তু, কিছু অনুভূতি হয়তো ভিন্ন হয় না। এমনই ৮টি বিশেষ অনুভূতির খোঁজ দিচ্ছি আমরা, যা আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে জানাতে চান। খবর ইন্ডিয়া টাইমসের।

১) আপনি সবসময় তার ‘হৃদমাঝারে’ থাকবেন : ‘আমি তোমায় ভালোবাসি’ হোক কিংবা ‘I Love You’। শব্দ কখনই ভালোবাসার অনুভূতি ব্যক্ত করতে পারে না। তাই অনেক সম্পর্কে সমস্যা তৈরি হয়। কিন্তু, বিশ্বাসের সঙ্গে ভালোবাসার কিছু মুহূর্ত থাকে যা বলে ব্যক্ত করতে হয় না। যা পালটায় না। যেমন, অশান্তি যতই হোক না কেন আপনি সবসময়ই তার ‘হৃদমাঝারে’ই থাকবেন। তাই সেই বিশ্বাসটা থাকা খুব জরুরি।

২) ‘প্রথমত আমি তোমাকে চাই’ : হ্যাঁ। এটা তাকে শুধু বলবেন না। বোঝাবেনও। যে অফিসে যতই চাপ থাকুক। বন্ধুরা যতই ঘনিষ্ঠ হোক। বাড়িতে যতই অশান্তি হোক। আপনি প্রথমে ও শেষে শুধু তাকেই চান আপনার জীবনে।

৩) আপনিই সেরা! : যখন সাহায্যের প্রয়োজন হয়। যখন মন একলা বোধ করে। যখন খুশি ভাগ করার ইচ্ছা হয়। প্রথমে যাঁর তিনি ভাবেন, সেটা আপনিই। আর এটা সবসময় মুখে বলে বোঝানো যায় না। কিছুটা বুঝতেও হয়। সে কারণেই আপনি তার জীবনের নম্বর ১।

৪) পূর্ণতার উৎস আপনি : সব পেয়েও যেন কিছু একটা বাকি থেকে যায়। সব খুশির মাঝেও কোথায় দুঃখ থেকে যায়। সেই ব্যবধান মেটাতে শুধু আপনি পারেন। দিতে পারেন পূর্ণতার স্বাদ ও অনুভূতি। একসঙ্গে দু’জনে অতিক্রম করতে পারেন জীবনের সব বাধা। গড়ে তুলতে পারেন সুন্দর ভবিষ্যৎ।

৫) মানুষ হিসেবে উন্নতি : আপনার গুণ, তার খামতি। তার গুণ, আপনার খামতি। আর একসঙ্গে দু’জনেরই কাটিয়ে উঠতে পারেন নিজেদের দোষ। ভাগ করে নিতে পারেন গুণগুলি। হয়ে উঠতে পারেন আরও ভালো মানুষ।

৬) আপনার প্রশংসাই প্রথম : সব সন্তানের কাছেই তার বাবা সুপারম্যান। সব পারে। তেমনই সব জীবনসঙ্গীর কাছে তার পার্টনার সেরা। আর এই প্রশংসাই গড়ে তুলতে পারে সুস্থ একটি সম্পর্ক। ছোট ছোট বিষয়ে একে অপরের প্রশংসা। বাইরের জগতের কাছে নিন্দা নয়, নিজেদের গুণাবলী আলোচনা করাই চাবিকাঠি হতে পারে একটি ভালো সম্পর্কের।

৭) বিশ্বাসের কোনও বিকল্প নেই : সত্যিই নেই। আর তাই একে অপরের প্রতি বিশ্বাস রাখা খুব জরুরি। কোনও অশুভ ধারণাকে নিজেদের বিশ্বাসের মাঝে জায়গা দেওয়া উচিত নয়। উচিত নয় কোনও তৃতীয় ব্যক্তির মতামতকেও।

৮) আপনিই আলো করেন তার অন্ধকারকে : যত কষ্ট হোক। যত বাধা আসুক। তার জীবনের আলো হয়ে ওঠার চেষ্টা করুন। শত সমস্যাতেও যেন তিনি শুধু আপনার কাছেই আসেন। সেই আত্মবিশ্বাস তার মধ্যে তৈরি করুন।

২৭ জানুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে