শনিবার, ২৮ জানুয়ারী, ২০১৭, ১২:৪৫:১৪

স্যামসাং গ্যালাক্সির নতুন মডেলের ছবি ফাঁস

স্যামসাং গ্যালাক্সির নতুন মডেলের ছবি ফাঁস

এক্সক্লুসিভ ডেস্ক:  স্যামসাং গ্যালাক্সির নতুন মডেল এস এইট বাজারে আসবে চলতি বছরের মার্চ মাসে৷ সোশ্যাল মিডিয়া মারফত জানা গিয়েছিল মার্চ মাসের ২৯ তারিখ লঞ্চ হবে এই ফোন৷ কিন্তু বাজারে আসার আগেই ফাঁস হয়ে গেল গ্যালাক্সি এস এইটের ছবি৷

একটি বেসরকারি সংবাদ মাধ্যম Samsung Galaxy S8 এর ছবি প্রকাশ করার পরই ছবিটি রীতিমতো ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়৷ টেকনোলজি প্রেমীরা ইতিমধ্যেই জেনে নিতে আগ্রহী ঠিক কী কী চমক থাকছে স্যামসাং-এর এই সুপার স্মার্টফোনে৷ জানা গিয়েছে, ৫.৮ এবং ৬.২ ইঞ্চি QHD ও সুপার অ্যামোলেড স্ক্রিনযুক্ত Samsung Galaxy S8-এর দুটি মডেল অ্যান্ড্রয়েড Nougat ভার্সনে পাওয়া যাবে৷ শুধু তাই নয়, কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮৩৫ বিল্ড স্যামসাং-এর ১০ nm টেকনোলজি ব্যবহৃত হবে এই নয়া ফোনে৷ এছাড়া, ৫.৮ ইঞ্চির ও ৬.২ ইঞ্চির স্ক্রিনযুক্ত ফোন দুটিতে ব্যাটারি পাওয়ার থাকছে যথাক্রমে ৩০০০ mAh  এবং ৩৫০০ mAh ৷

Samsung Galaxy  S7-এর মতো S8-এও থাকছে ৪ জিবি ব়্যাম ও ৬৪ জিবি এক্সটারনাল স্টোরেজ৷ দুর্দান্ত স্টোরেজের পাশাপাশি পাশাপশি এই স্মার্টফোনের ক্যামেরাও অসাধারণ৷ জানা গিয়েছে, ফোনটিতে থাকছে ১২ MP রিয়ার সেন্সর ক্যামেরা এবং ৮ MP ফ্রন্ট সেন্সর ক্যামেরা। কিন্তু দুর্দান্ত এই ফোনগুলির দামও কিন্তু মধ্যবিত্তের নাগালের বাইরে জানা গিয়েছে, ৫.৮ ইঞ্চির স্ক্রিনের মডেলটির দাম ভারতীয় মূল্যে ৫৮,০০০ টাকা এবং ৬.২ ইঞ্চির স্ক্রিনের মডেলটির দাম ভারতীয় মূল্যে ৬৫,০০০ টাকা।-সংবাদ প্রতিদিন

২৮ জানুয়ারি ২০১৭/ এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে