বুধবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৭, ১২:৫০:০৬

একই সাথে অনেক গুন এই সুন্দরী যুবতীর

একই সাথে অনেক গুন এই সুন্দরী যুবতীর

এক্সক্লুসিভ ডেস্ক: যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন৷ যিনি একদিকে অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার, অন্যদিকে তিনিই আবার ফ্যাশন ডিজাইনার৷ আবার তিনিই পাশ করেছেন ইঞ্জিনিয়ারিং৷ একই অঙ্গে কত রূপ এই যুবতীর৷ তাঁর নাম মঞ্জিতা বানজারা৷ মঞ্জিতার পরিবারের প্রায় সকল সদস্যই ভারতের সিভিল সার্ভিসে নিযুক্ত থাকা সত্ত্বেও, ছোটবেলা থেকে কখনও সেই কাজে নিজেকে যুক্ত করতে ইচ্ছে হয়নি তাঁর৷ তাই উচ্চশিক্ষার সিদ্ধান্ত যখন নিয়েছিলেন তখন ইঞ্জিনিয়ারিং পড়ার জন্যই তৈরি হয়েছিলেন তিনি৷ কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়েও যেন লেখাপড়ার আঁশ মেটেনি তাঁর৷ নতুন করে ফ্যাশন ডিজাইনিং নিয়ে লেখাপড়া করতে শুরু করেন তিনি৷

লেখাপড়ার পাশাপাশি, ফ্যাশন ডিজাইনিং কোম্পানিতে চাকরি করতেও শুরু করেন তিনি৷ কিন্তু এই সময়ই তাঁর মধ্যে এক অদ্ভুত ভাবনার সঞ্চার হয়৷ দেশের সেবা করতে ঠিক কী করা উচিত তা তিনি বুঝে পাচ্ছিলেন না৷ কিন্তু শেষে দেশ সেবার সঠিক পথ খুঁজে পেয়েই গেলেন মঞ্জিতা৷ বুঝলেন সিভিল সার্ভিসের মাধ্যমেই দেশের মানুষের সেবা করতে পারবেন তিনি৷

আর এরপরই সিভিল সার্ভিসের প্রস্তুতি নিতে শুরু করেন তিনি৷ বর্তমানে তিনি আহমেদাবাদের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার৷ সরকারি পরিকাঠামোর অংশ হিসাবে দেশের মানুষের সেবা করার পাশাপাশি বহু নারী ও শিশুকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি৷ তিনি জানিয়েছেন, “আমার বন্ধু-বান্ধব লক্ষাধিক টাকা বেতন পান৷ কিন্তু আমার কাছে মানুষের সেবা করার মতো আর কোনও কাজ নেই৷” মঞ্জিতা দেশের যুব সম্প্রদায়ের কাছে এক অনুপ্রেরণা।-সংবাদ প্রতিদিন

০১ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে