এক্সক্লুসিভ ডেস্ক: বয়স মাত্র পাঁচ। অন্য পাঁচটা শিশুর মতোই সেও স্কুলে যায়, লেখাপড়া করে, বন্ধুদের সঙ্গে খেলাধূলার পাশাপাশি পরিবারের সঙ্গে সময় কাটায় ছোট্ট রায়ান৷ কিন্তু এতকিছুর পরেও মাসের শেষে মাস গেলে ৬.৫ কোটি টাকা রোজগার করে এই ছোট্ট ছেলেটি। কিন্তু কী করে রাতারাতি কোটিপতি হয়ে উঠেছে সে? এমনিতে সে দুধের শিশু হলে হবে কী? ছোট্ট রায়ান নিজের ইউটিউব ভিডিও মারফত ইতিমধ্যেই বানিয়ে ফেলেছে নিজের পরিচিতি৷
ইউটিউব চ্যানেল ‘রায়ান টয়েস রিভিউ’ ইতিমধ্যেই পেয়েছে ৫.৫ মিলিয়ন দর্শক৷ রায়ান এবং তার পরিবারের সদস্যরা একত্রিত হয়ে এই ভিডিওতে নানা ধরনের খেলা নিয়ে কথা বলে৷ বিভিন্ন ব্লগ, খেলার সরঞ্জাম এবং ভিডিও মারফত এই চ্যানেলটি দর্শকদের মনোরঞ্জন করে৷ আর এই কাজের মাধ্যমে বহু দর্শকের মন জয় করেছে ছোট্ট রায়ান।
পাঁচ বছরের এই খুদের একটা সময় বড় দুঃখ ছিল৷ তারও অন্য বাচ্চাদের মতো ইউটিউবে নিজেকে দেখার শখ ছিল৷ আর সেই শখপূরণ করতেই তার বাবা ও মা ইউটিউব চ্যানেল খোলার সিদ্ধান্ত নেয়। আর রাতারাতি বিখ্যাত হয়ে যায় আদরের রায়ান।-সংবাদ প্রতিদিন
০১ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/সবুজ/এসএ