বুধবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৭, ০১:৫৬:৫২

মাথায় হেডগিয়ার-হাতে ড্যাগার!

মাথায় হেডগিয়ার-হাতে ড্যাগার!

এক্সক্লুসিভ ডেস্ক : ইতিহাস তৈরি করে এবারই প্রথম ভারতের রাজধানীর রাজপথে নামল এনএসজি কমান্ডো। কালো পোশাকে এই বাহিনীই এদিন দৃষ্টি কাড়ল রাজপথে উপস্থিত অতিথি ও দর্শকদের। এদিন প্যারেডে অংশগ্রহণ করেন ৬০ জন কমান্ডো।

পরনে ছিল বালাক্লাভা হেডগিয়ার, হাতে ছিল স্পেশাল অ্যাসল্ট রাইফেল আর কমান্ডো ড্যাগার। এইভাবেই এদিন তাঁরা স্যালুট জানান দেশটির রাষ্ট্রপতিকে। প্যারেড ছাড়াও কয়েকজন কমান্ডো ছিলেন হাইড্রলিক ল্যাডারে। স্পেশাল ফোর্সের একমাত্র এই বাহিনীই অংশ নিয়েছিল প্রজাতন্ত্র দিবসে প্যারেডে।

এবারের প্যারেডে এনএসজি কমান্ডোর অ্যান্টি-হাইজ্যাকিং ভ্যান ‘শেরপা’ও প্রথম নামে রাজপথে। ‘শেরপা’ হল একটি বুলেটপ্রুফ যান। যা ভয়ঙ্কর মাপের বিস্ফোরণও সামলাতে পারে। চলতে পারে জলের তলাতেও। ইন্দিরা গান্ধীকে হত্যার পর ১৯৮৪ তে তৈরি হয়েছিল এই বাহিনী। এই কমান্ডোর নাম শুনলেই কেম শত্রুপক্ষের বুক কাঁপে?
০১ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে