বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৭, ১২:৩৯:৫৩

চাঞ্চল্য ঘটনা, কলার মধ্যে লুকানো ৪৫ লক্ষ টাকা

চাঞ্চল্য ঘটনা, কলার মধ্যে লুকানো ৪৫ লক্ষ টাকা

এক্সক্লুসিভ ডেস্ক:  ছিল কলা হল টাকা! বলেন কী? আজ্ঞে হ্যাঁ৷ এমন ঘটনায় ঘটল দক্ষিণ ভারতের কোঝিকোড়ে৷ কলার কাঁদির মধ্যে খোঁজ মিলল লক্ষাধিক টাকার৷ আর এই ঘটনাকে কেন্দ্র করেই ছড়িয়েছে চাঞ্চল্য। বুধবার কোঝিকোড় বিমানবন্দরে দুই ব্যক্তির কাছ থেকে সৌদি রিয়াল উদ্ধার করে আয়কর দপ্তর৷

সেই বিদেশি মুদ্রাই সুকৌশলে লুকোনো ছিল কলার কাঁদিতে৷ জানা গিয়েছে, ভারতীয় মূল্যের মোট ৪৫.৬৯ লক্ষ টাকা সেই কলার কাঁদির মধ্যে ছিল৷ দুই দুবাইযাত্রী ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় এই টাকা। এত টাকার উৎস সম্পর্কে জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ৷ দুই ব্যক্তিকে জেরা করা হবে বলেও জানা গিয়েছে।-সংবাদ প্রতিদিন

২ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে