হতে চান টিয়ার মতো, এক ব্যক্তি কেটে ফেললেন দুটো কান!
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                            
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  এক্সক্লুসিভ ডেস্ক : নিজের পোষা টিয়ার মতো হতে গিয়ে দুটো কানই কেটে ফেলেছেন এক ব্যক্তি।  কুকুর, বিড়াল, খরগোস ও টিয়া পাখি থেকে শুরু করে জীবজন্তুদের নিজের কাছে রেখে অপার স্নেহ মমতায় পালন করেন পৃথিবীর কত মানুষ।
কিন্তু নিজের পোষ্যকে ভালোবাসতে বাসতে তার মতোই হয়ে যায় ক'জন!
কিন্তু ওয়েকি টেড রিচার্ডস সেরকম একজন, যিনি নিজের কান দুটো কেটে ফেলেছেন। 
 রিচার্ডসের বয়স ৫৬।  পশুপাখি খুবই পছন্দ তার।  আর পছন্দ করেন নিজেকে সাজাতে।  তাই তার গায়ে সবমিলিয়ে ১১০টি ট্যাটু।  জিভটিও চেরা নানাভাবে।  
কিন্তু শুধু এটুকুতেই থেমে থাকেননি রিচার্ডস।  নিজের পোষা টিয়াপাখিকে নকল করে কেটে ফেলেছেন কান দুটোই! বলেছেন, এতদিন তার বড় বড় চুলে এমনিই কান ঢাকা থাকতো।  দেখা তো যেতই না, তাহলে কান দুটো কেটে ফেলতে বাধা কোথায়! প্রথমে এক কান কাটা হয়।  পরে দুটো কানই কেটে ফেলেন তিনি।
১৬ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �