শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫, ১০:২৯:০৩

সমুদ্রের ওপর উড়ে বেড়ায় মানুষ!

সমুদ্রের ওপর উড়ে বেড়ায় মানুষ!

এক্সক্লুসিভ ডেস্ক : বাজপাখিও নয়, পায়রাও নয় তাহলে কীভাবে সম্ভব? তারপরও সমুদ্রের ওপর পাখনা ছাড়াই উড়ে বেড়ায় মানুষ। সত্যিই অবাক করা কথা। কেউ শুনলে পাত্তাই দেবে না। তাও আবার দাঁড়িয়ে। এমন খবর দিয়েছে জিনিউজ। রামায়ণে হনুমানকে প্রযুক্তির কারসাজিতে টেলিভিশনের পর্দায় উড়িয়ে দিয়েছিলেন এডিটর। আর এখানে অ্যালেক্সেন্ডার দুরু সমুদ্রের ওপর উড়তে সাহায্য নিলেন একটি মেশিনের। ২৫০ মিটারেরও বেশি পথ অল্প সময়েই অনায়াসেই উড়ে গেলেন অ্যালেক্সেন্ডার দুরু। এ আবিষ্কার নতুন গিনিস ওয়ার্ল্ড রেকর্ড। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যালেক্সেন্ডার দুরু তার রেকর্ডের কথা প্রসঙ্গে বলেন, ‘আমি সত্যিই ভেবেছিলাম এভাবে কোনো একদিন উড়ে বেড়াতে পারব। মনে হত এটা সম্ভব’। সেটাই করে দেখাতে পেরেই অভিভূত অ্যালেক্সেন্ডার দুরু। সমুদ্রে থেকে মাত্র ৫ ফিট ওপরে ২৫০ মিটারেরও বেশি পথ উড়ে বেড়ান তিনি। ১৬ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে