শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৭, ০৭:৩৬:১৮

১৪ বছরের ছাত্র ২২ বছরের শিক্ষিকার সঙ্গে পালাল, প্রেম না প্রতিশোধ?

১৪ বছরের ছাত্র ২২ বছরের শিক্ষিকার সঙ্গে পালাল, প্রেম না প্রতিশোধ?

এক্সক্লুসিভ ডেস্ক: বাড়ি থেকে টাকা-গয়না চুরি করে ছাত্র পালাল স্কুলের শিক্ষিকার সঙ্গে। কে কাকে ফুসলিয়ে নিয়ে গেল? ছাত্র ও শিক্ষিকার প্রেম নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ তুঙ্গে।

পাত্রী স্কুল মালিকের মেয়ে। পাত্র স্কুলেরই ছাত্র । সেই মেয়েকে নিয়ে ১ ডিসেম্বর রাতে ছাত্র চম্পট দিল। যাওয়ার আগে বাড়ি থেকে চুরি করে নিয়ে গেল ৮০০০ টাকা আর কিছু গয়নাগাটি।

উত্তরপ্রদেশের বেরিলির এই ছাত্র ও শিক্ষিকার প্রেম নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ তুঙ্গে। কে কাকে ভুলিয়ে নিয়ে পালাল? ছেলের পরিবারের দাবি, এর জন্য শিক্ষিকাই দায়ী। তাদের ছেলের পালিয়ে যাওয়ার মতো বয়সই নয়। সে সাহসই নেই। শিক্ষিকাই  লোভ দেখিয়ে নিয়ে গিয়েছে তাকে। সে মর্মে পুলিশে অভিযোগও দায়ের করে কিশোরের পরিবার।

অন্য দিকে, শিক্ষিকার বাবার দাবি—ছাত্রের পরিবার প্রতিশোধ নিতেই এই কাণ্ড ঘটিয়েছে। কিছুদিন আগেই ছেলেটির পরিচিত একজনকে স্কুলের চাকরি থেকে বরখাস্ত করা হয়। তার প্রতিশোধ নিতেই ছাত্রের পরিবার এই চক্রান্ত করেছে। তারা সরাসরি ছাত্রের বাবার নামে এফআইআর করেছে।

পুলিশের অবশ্য অনুমান, এটি প্রণয়ঘটিত ব্যাপার। দুই পরিবারের এই ঝামেলা থেকে নিজেদের সম্পর্ককে বাঁচাতেই পালিয়েছে অসমবয়সী ছাত্র ও শিক্ষিকা।-এবেলা
০৩ ফেব্রুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে