শনিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৭, ১২:১৯:০৯

জিমেল-এ অ্যাকাউন্ট আছে, ৮ তারিখ থেকে সেই মেল অ্যাকাউন্ট অ্যাকসেস পাবেন কি?

জিমেল-এ অ্যাকাউন্ট আছে, ৮ তারিখ থেকে সেই মেল অ্যাকাউন্ট অ্যাকসেস পাবেন কি?

এক্সক্লুসিভ ডেস্ক: আজকের দিনে জিমেল যখন ই-মেলঅ্যাকাউন্ট হোল্ডারদের জীবনের অভ্যাসে পরিণত হয়েছে, তখনই এল ভয়ঙ্কর খবর। কারণ, জিমেল জানিয়ে দিয়েছে ৮ ফেব্রুয়ারি থেকে কোনও কোনও অপারেটিং সিস্টেমে জিমেল অ্যাকাউন্ট আর অ্যাকসেস করা যাবে না। গুগল নিজেই এ খবর নিশ্চিত করেছে।  

৮ ফেব্রুয়ারি থেকে গুগল ক্রোমের ৫৩ নম্বর ব্রাউজিং ভার্সনে জিমেল অ্যাকাউন্ট খোলা যাবে না বলেই জানিয়েছে গুগল। এমনকী, যাঁদের কম্পিউটারে অপারেটিং সিস্টেম হিসাবে ‘উইন্ডোজ এক্স পি’ বা ‘উইন্ডোজ ভিস্তা’ আছে সেখানেও জিমেল আর খুলবে না বলে জানানো হয়েছে। আসলে উইন্ডোজ তাদের এই দুই অপারেটিং সিস্টেমের সাপোর্ট দেওয়া বন্ধ করে দিচ্ছে। এর ফলে ক্রোমের ৫৩ নম্বর ব্রাউজিং ভার্সানে নিরাপত্তাজনিত সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই গুগলের আর্জি, উইন্ডোজ-এর এই দুই অপারেটিং সিস্টেম থেকে বেরিয়ে আপগ্রেডেড অপারেটিং সিস্টেম ব্যবহার করুন। আর গুগল ক্রোমের ৫৩ নম্বর ব্রাউজিং ভার্সন বদলে নেওয়ার পরামর্শও দিয়েছে গুগল।-এবেলা
৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে