বিনোদন ডেস্ক: রূলাপী পর্দায় মিশাকে যেমন দেখা যায় আসলে ঠিক তার বিপরীত তিনি। দর্শকরা মিশা সওদাগরকে খল চরিত্রে দেখতে পেলেও বাস্তব জীবনে খুবই ভালো মানুষ তিনি।
৪ এপ্রিল নারায়ণগঞ্জের ভুলতায় চলচ্চিত্র পরিচালক সমিতির বনভোজনে সংক্ষিপ্ত বক্তব্য দেয়ার সময় মিশা একথা বলেন। তিনি বলেন, আমি হাজী, আল্লাহকে খুশি করতে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। এটা হয়তো অনেকেই জানেন না। মজা করে মিশা বলেন, তবে আমি কিছুটা বদমেজাজি আছি।
চলচ্চিত্রের প্রসঙ্গ তুলে মিশা বলেন, চলচ্চিত্র আমাকে অনেক কিছু দিয়েছে। অর্থবিত্ত, খ্যাতি, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সবই। তাই এই চলচ্চিত্রের প্রতি আমি দায়বদ্ধ। যোগ করে মিশা বলেন, বহির্বিশ্বে আমাদের সংস্কৃতির ভাবমূর্তি তুলে ধরে। তাই আমাদের চলচ্চিত্রের উন্নয়নে সবাইকে মিলে কাজ করতে হবে।
এমটিনিউজ২৪/হাবিব/এইচআর