শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫, ০১:৫৬:৩২

বুদ্ধ মূর্তির খোঁজ মিললো মঙ্গল গ্রহে

বুদ্ধ মূর্তির খোঁজ মিললো মঙ্গল গ্রহে

আন্তর্জাতিক ডেস্ক : গৌতম বুদ্ধের মূর্তির সন্ধান মিলেছে মঙ্গল গ্রহে। সম্প্রতি ইউএফও-র পাঠানো একটি ছবিতে খোঁজ পাওয়া গিয়েছে এই বুদ্ধ মূর্তির। ছবিটি প্রকাশের পর থেকে ইন্টারনেটে চাঞ্চল্য সৃষ্টি করেছে এই ছবিটি। ইউএফও সাইটিংস ডেইলির তরফ থেকে জানা গিয়েছে, এলিয়ন নিয়ে গবেষণা চালাতে গিয়ে এই মূর্তি তারা আবিষ্কার করেছে । তারা আরও জানান, মঙ্গলবাসীরা ছিল ধর্মে বিশ্বাসী এবং মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে বিশ্বাসী ছিল তারা। মূর্তিটির বুক, পেট এবং কাঁধ যে বর্তমান তা এই ছবিতে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। এর আগেও মঙ্গলে ওবামার মাথা, ডাইনি, মিলিটারি বাঙ্কার, ভাসমান চামচ, কাঁকড়ার মত প্রতিবিম্বের খোঁজ পেয়েছিল ইউএফও! ১৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে