মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৭, ১২:৫৫:১৩

বিমানের ইঞ্জিনে পাখির ধাক্কা, অবশেষে যা ঘটলো

বিমানের ইঞ্জিনে পাখির ধাক্কা, অবশেষে যা ঘটলো

এক্সক্লুসিভ ডেস্ক: মাঝ-আকাশে পাখির ধাক্কার জেরে ঘোরানো হল বিমান। ১২২ যাত্রীকে নিয়ে ভোপাল থেকে দিল্লির উদ্দেশে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ‘এআই ৪৩৬’। সংস্থার তরফে জানানো হয়, ভোপাল রানওয়েতে ওড়ার সময়ই পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় বিমান।

মাঝ-আকাশে বিমানের পাইলট ও সহকারী পাইলট বুঝতে পারেন ইঞ্জিনে আওয়াজ হচ্ছে। এরপরই তাঁরা জয়পুরে বিমানের জরুরি অবতরণ করান। বিমামসংস্থার দাবি, যাত্রীরা সুরক্ষিত রয়েছেন। তাঁদের বিকল্প বিমানে করে গন্তব্যস্থানে পরে পৌঁছে দেওয়া হয়।

এই বিমানেই ছিলেন রাজ্যসভার বিজেপি সাংসদ প্রভাত ঝা। জরুরি অবস্থার মোকাবিলায় পাইলটদের সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেন তিনি। জানা গিয়েছে, পাখির আঘাতে একটি ইঞ্জিনের সাতটি ব্লেড ক্ষতিগ্রস্ত হয়েছে। তা সারাতে আরও তিন-চারদিন সময় লাগতে পারে।-এবিপি আনন্দ

০৭ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে