এক্সক্লুসিভ ডেস্ক : পুরুষশাসিত সমাজ থেকে রাজনৈতিক আভিজাত্যের বোঝা৷ সব কিছুকে কাটিয়ে আকাশে উড়ান ভরলেন দুবাই রাজপরিবারের তরুণ তুর্কি৷ শেইখা মোজাহ আল মাকটুম৷ বাণিজ্যিক পাইলটের তকমা পাওয়া দুবাইয়ের প্রথম রাজকন্যা৷
রাজ পরিবারের এই রাজকীয় কাহিনি প্রকাশ্যে এনেছেন পরিবারেরই একজন সদস্য শেইখা লতিফা৷ পাইলটের বেশে মোজাহর ছবি দিয়ে তিনি লিখেছেন, সীমানা ছাড়ানো আকাশই শেষ নয়৷ স্বপ্ন দেখতে পারলেই তা পূরণ হবে৷
রাজকন্যা হলেও প্রথম থেকেই প্রথা ভাঙার ঝোঁক ছিল মোজাহর৷ পর্দার বাইরে বেরিয়ে বারবার গতির সঙ্গে লড়াই করেছেন তিনি৷ বশ মানিয়েছেন দুরন্ত ঘোড়াকে৷ এবার পূরণ করেছেন আকাশে ওড়ার স্বপ্ন৷ রাজ পরিবারের সদস্যরাও স্বাগত জানিয়েছেন মোজাহর এই পদক্ষেপকে৷
০৮ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস