বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৭, ০৪:২৪:৪২

ভূমিকম্পের জন্য সালমানের বিগ বসকে দায়ী করলেন ওম স্বামী!

ভূমিকম্পের জন্য সালমানের বিগ বসকে দায়ী করলেন ওম স্বামী!

বিনোদন ডেস্ক : চাপাবাজির একটা সীমা থাকা উচিত! কিন্তু এই লোকটা দেখছি সেসবের তোয়াক্কাই করেন না। যা মুখে আসে বলে যান। অবশ্য আলটপকা মন্তব্য করেই তো জনপ্রিয়তার মুকুট তার মাথায়। বিগ বসের ওম স্বামীর কথা হচ্ছে। বিভিন্ন সময় শিরোনামে এসেছে তার বিতর্কিত মন্তব্য। কিন্তু এবার তো বল হেঁকেছেন একেবারে বাউন্ডারির বাইরে। খবর সংবাদ প্রতিদিনের।

বলেন কি না, সম্প্রতি উত্তরাখণ্ডে ভূমিকম্প হয়েছে, কারণ বিগ বসে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। শিবভক্ত স্বামী ওমের অসম্মানের কারণেই ভগবান শিব এই ভূমিকম্প করিয়েছেন। শিব শাস্তি দিয়েছেন তাই। ওমের হুমকি, তাকে নিয়ে কথা বলা না বন্ধ হলে আবার ভূমিকম্প হবে। এবার তিনি সকলকে বাঁচিয়ে দিলেও, আর কিন্তু তা করবেন না। ওম বলেন, “ভগবান শিব সতর্ক করেছেন, আমার নামে আজেবাজে কথা বলা বন্ধ করুন। না হলে আবার এই ঘটনা ঘটবে।”

সম্প্রতি স্বামী ওম একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দাবি করেছেন, তিনি যেহেতু শিবের ভক্ত তাই সোমবারই এই ভূমিকম্প হয়েছে। আসলে শিবঠাকুর তার ভক্তেরে অপমান সহ্য করতে না পেরেই এই শাস্তি দিয়েছেন। বিগ বসে তাকে যেভাবে অপমান করা হয়েছে, এই ভূমিকম্প তারই ফল। তবে এবার তিনি সকলকে বাঁচিয়ে দিলেন। কিন্তু তাকে নিয়ে সমালোচনা করা যদি বন্ধ না হয়, তাহলে এর ফল ভয়াবহ হবে। আবার ভূমিকম্প হবে। তখন তিনি মোটেই আর ত্রাতা হবেন না।

বিগ বসের ঘরে ঢোকার আগে থেকেই বিতর্কিত মন্তব্য করে আসছেন ওম। কখনও বলেছেন, টাকার জন্য সাইফকে বিয়ে করেছে করিনা কাপুর। আবার কখনও বলেছেন, তিনি নাকি শাহরুখ খানের মাকে বলেছিলেন, তার ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল। সুপারস্টার হবে সে। গৌরী তা জানতে পেরেই লোভে পড়ে শাহরুখকে বিয়ে করেন। সালমান খানকে আইএসআই চর বলেও তোপ দেগেছিলেন ওম স্বামী।
৯ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে