শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৭, ১২:০০:৩৮

৩ দিন রোজা রেখেছিলেন কোরআন হাতে নেয়া এই হলিউড অভিনেত্রী

৩ দিন রোজা রেখেছিলেন কোরআন হাতে নেয়া এই হলিউড অভিনেত্রী

এক্সক্লুসিভ ডেস্ক : হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহানের হাতে কোরআনের একটি কপি- এমন একটি ছবি বছর খানেক আগে তোলপাড় তুলেছিল পশ্চিমা বিশ্বে।

ইসলামবিদ্বেষী অনেকে এরপর তাকে নিয়ে অনেক হাসি-তামাশা করেছেন। ইসলামের পবিত্র গ্রন্থের প্রতি একজন অমুসলিম, এবং তাও হলিউডি অভিনেত্রীর এমন ভালবাসা কেউ মানতে পারেনি।

কিন্তু এসব সমালোচনা ও খুঁচাখুচিকে পাত্তা না দিয়ে লোহান এখনো কুরআন পড়েন। এমনকি নামাজের অনুকরণে ধর্মীয় প্রার্থনা করেন। রোজাও রেখেছেন তিনি।

সম্প্রতি আরাবিয়্যা টিভির এক শোতে উপস্থাপক শোয়াইব রশিদর সাথে আলাপে ইসলাম নিয়ে তার আগ্রহের বিস্তারিত বলেন এই অভিনেত্রী।

আপনি কেন নিজের সাথে কোরআন রাখেন এমন প্রশ্নে লোহানের জবাব, ‘সঙ্গে কোরআন থাকা আমার কাছে একটি শান্তিদায়ক ও নিরাপদ বিষয়।’

‘আমি একটি ধর্মগ্রন্থ নিজের সাথে রাখতে চেয়েছি। কিন্তু আমেরিকানরা এটি পছন্দ করেনি। তারা এই কারণে আমার ব্যাপারে নোংরা কথা বলেছে’, বলছিলেন লিন্ডসে।

তিনি আরো বলেন, আমি কুয়েতে থাকাকালে এক রমজানে তিন দিন রোজা রেখেছি। এটা খুবই কঠিন, কিন্তু ভাল একটি অভিজ্ঞতা ছিল। আমার ভাল লেগেছিল অভিজ্ঞতাটি।

৩০ বছর বয়সী এই অভিনেত্রী আরো জানান, তিনি কোরআনের ১৫টি পৃষ্ঠা অনুবাদসহ পড়েছেন এবং এখন আরবীতে কিছু আয়াত লেখা শেখার চেষ্টা করছেন। সূত্র: আরব নিউজ
১১ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে