শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৭, ১২:৫৪:৫০

‘বোল্টকেও হারিয়ে দেবেন মমতা!’ মুখ্যমন্ত্রীর মুকুটে নতুন ‘পালক’

‘বোল্টকেও হারিয়ে দেবেন মমতা!’ মুখ্যমন্ত্রীর মুকুটে নতুন ‘পালক’

এক্সক্লুসিভ ডেস্ক: একজন দৌড়বিদ, একজন রাজনীতিবিদ। মমতা বন্দ্যোপাধ্যায় এবং উসেইন বোল্ট। বোল্টের মতো না দৌড়লেও মমতা নিয়মিত হাঁটেন। এবং হাঁটার গতিতে তাঁর সঙ্গে পেরে ওঠেন না অনেকেই। তাই বলে মমতার কাছে দৌড়ে হেরে যাবেন ‘বিদ্যুৎ মানব’ উসেইন বোল্টও!

কানে শুনলে বিশ্বাস করা কঠিন। কিন্তু বঙ্গ রাজনীতিতে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে কত তুলনাই তো টানা হয়। এবারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খোদ তিনটি অলিম্পিক্সে সোনাজয়ী উসেইন বোল্টের তুলনা টেনে ছাড়লেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি। শুধু তুলনা টেনেই থামেননি অধীরবাবু, তাঁর দাবি, একটি বিশেষ রেস হলে দৌড়ে বোল্টকেও সহজেই হারিয়ে দেবেন মমতা। মুখ্যমন্ত্রীর ‘গতি’-র প্রশংসার আড়ালে এভাবেই তাঁর অস্বস্তি বাড়াতে চাইলে

বৃহস্পতিবার উত্তর দমদমের বিরাটীতে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করেছেন অধীরবাবু। সভার মাঝেই মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে বলতে গিয়ে সিঙ্গুর মামলার প্রসঙ্গ টেনে আনেন অধীরবাবু।

তিনি বলেন, ‘সিঙ্গুরের জমি অধিগ্রহণ বেআইনি বলে কলকাতা হাইকোর্টে মামলা করে হেরেছিল রাজ্য সরকার। কিন্তু অন্য একজনের দায়ের করা মামলায় সিঙ্গুরের জমি অধিগ্রহণকে সুপ্রিম কোর্ট বেআইনি বলতেই তার যাবতীয় কৃতিত্ব নিজে নিয়ে নিলেন মুখ্যমন্ত্রী।’

অধীরবাবুর কটাক্ষ, কৃতিত্ব নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর জুড়ি মেলা ভার। তিনি বলেন, ‘কয়েকদিন আগে অলিম্পিক্সে দেখলাম উসেইন বোল্ট একের পর এক সোনা জিতলেন। কিন্তু কোনও দৌড়ের পুরস্কার যদি ‘কৃতিত্বের লাড্ডু’ হয়, তাহলে সেই দৌড়ে বোল্টকেও হারিয়ে দেবেন আমাদের মুখ্যমন্ত্রী।’ অধীরবাবুর এই তুলনা শুনে হাসিতে ফেটে পড়ে উপস্থিত জনতা।

এখানেই থামেননি অধীরবাবু। তাঁর আরও দাবি, আসলে রাজ্যে পরিবর্তনের ডাক দেওয়া মুখ্যমন্ত্রীর নিজেরই পরিবর্তন হয়ে গিয়েছে। কারণ, যে মুখ্যমন্ত্রী সিঙ্গুর, নন্দীগ্রামের আন্দোলনের মুখ হয় উঠেছিলেন, তিনিই বার বার দাবি ওঠা সত্ত্বেও ভাঙড়ে যাচ্ছেন না।-এবেলা
১০ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে