শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৭, ০১:১৮:৫৬

মা, বাবা, প্রেমিকাকে খুন! নিজের ফাঁসি চাইলেন এই ঘাতক

মা, বাবা, প্রেমিকাকে খুন! নিজের ফাঁসি চাইলেন এই ঘাতক

এক্সক্লুসিভ ডেস্ক: অনুশোচনা! নিজের অপরাধের অনুশোচনা! নিজের কৃত কর্মের অনুশোচনা! ‘আমাকে ফাঁসি দিন’, পুলিসের কাছে আর্জি জানাল ঘাতক উদয়ন। ‘এই জেলেই আমাকে ফাঁসি দিন, এখানেই আমার আকাঙ্ক্ষার বাড়ি’, পুলিশকে আর্জি জানাল সাইকো কিলার উদয়ন।

তিন তিনটি জীবনের যবনিকা লিখেছেন নিজে হাতেই। মা, বাবা, প্রেমিকা তিন তিনটি জীবনের পরিসমাপ্তির ছক কীভাবে আঁকলেন সাইকো কিলার উদয়ন, তদন্ত যত এগিয়ে যাচ্ছে ততই ঘনীভূত হচ্ছে রহস্য।

গতকাল উদয়ন কাণ্ডে জোড়া সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছিল ভারতীয় কোর্ট। সেই মতই এগোচ্ছে সাইকো কিলার উদয়নের তদন্ত। মা বাবাকে খুন করে তাঁদের আক্যাউন্ট থেকে লাখ লাখ টাকা হাতিয়েছে, একথা নিজেই স্বীকার করেছেন উদয়ন। বাবার ব্যাঙ্ক আক্যাউন্ট থেকে ২২ লাখ এবং মায়ের আক্যাউন্ট থেকে ২৮ লাখ টাকা হাতিয়েছে উদয়ন। বিলাসবহুল জীবনযাপনের নেশাই উদয়নকে ঠেলেছে অপরাধ প্রবণতার দিকে, প্রাথমিক তদন্তে অনুমান পুলিসের।
১১ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে