রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৭, ০৩:৫৫:৩৫

গলফ কোর্সে কুমিরের আক্রমণের শিকার হলেন গলফার

গলফ কোর্সে কুমিরের আক্রমণের শিকার হলেন গলফার

এক্সক্লুসিভ ডেস্ক: গলফ ক্যারিয়ারে সেরা শটটি হয়তো খেলে ফেলেছেন ফ্লোরিডার টনি আর্টস। কারণ এই শটটি ছিল নিজের জীবন বাঁচানোর জন্য। কুমিরের আক্রমণ থেকে নিজে বাঁচতে হাতে থাকা গলফ ব্যাটকেই অস্ত্র বানিয়ে ফেলেছিলেন আর্টস।

গেল বুধবার ম্যাগনোলিয়া ল্যান্ডিং গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব গলফ কোর্সে ভয়ংকর এই ঘটনাটি ঘটে। ম্যাচে বার্ডি পাওয়া থেকে মাত্র ১০ ফুটই দূরে ছিলেন টনি। সে সময় হোলের পাশে থাকা হ্রদ থেকে উঠে আসে ১০ ফুট লম্বা একটি কুমির। হঠাৎ আক্রমণে ভড়কে যান আর্টস। তবে একটু সামলে নিয়ে নিজেকে বাঁচাতে হাতে থাকা পাটার দিয়েই উপর্যপরি আঘাত করতে থাকেন কুমিরটিকে।

ঘটনার বর্ণনায় টনি আর্টস বলেন, ‘আমি পানির পাঁচ থেকে ছয় ফুট দূর থেকে হাটছিলাম। হঠাৎ আমি পানি নড়ার শব্দ পেলাম। আমি জানতাম এদিকটায় কুমির থাকে। এরপর পরই ওটা আমাকে ধরে ফেলে।‘

প্রথমে ভয় পেয়ে গেলেও পরে নিজেকে সামলে নেন বলে জানান আর্টস। তিনি বলেন, ‘ওটা যখন আমাকে টানছিল আমি ভয় পেয়ে যাই। পরে আমার মনে পড়ে, আমার হাতে একটি ক্লাব আছে। আমি ওটার মাথায় আঘাত করতে শুরু করি। বড় বড় চোখ করে কুমিরটি আমার দিকে তাকিয়ে ছিল। আর আমি ওটাকে মেরেই যাচ্ছিলাম। মনে হচ্ছিল আমাকে কুমিরটি আরও গভীরে নিয়ে যাচ্ছিল। তিনবার চোখে মারার পর ও আমার পা ছেড়ে দিয়েছে। আমি হামাগুড়ি দিয়ে ওপরে উঠে আসি। ’

আটর্স নিজেকে বাঁচানোর পর ফ্লোরিডার ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশনের কর্মকর্তারা এসে কুমিরটিকে ধরে নিয়ে যায়। আর আর্টসকেও পাঠানো হয় হাসপাতালে।-দ্যা গার্ডিয়ান
১২ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে