রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৭, ১১:১৮:৪০

রানির টুইটার ম্যানেজারের পদ খালি, বেতন শুনলে চমকে উঠবেন!

রানির টুইটার ম্যানেজারের পদ খালি, বেতন শুনলে চমকে উঠবেন!

এক্সক্লুসিভ ডেস্ক : আপনি কি সোশ্যাল মিডিয়ার খুঁটিনাটি সম্পর্কে সাংঘাতিক দক্ষ? তাহলে আপনার জন্য অপেক্ষা করে আছে একটা দারুণ চাকরি। আপনাকে শুধু একটা টুইটার অ্যাকাউন্ট হ্যান্ডেল করতে হবে। বেতন পাবেন বছরে প্রায় ৩০ লাখ টাকা। কী চমকে উঠলেন? আর উত্‍‌কণ্ঠা না বাড়িয়ে এবার ব্যাপারটা খোলসা করা যাক। খবর ইন্ডিয়া টাইমসের।

যে টুইটার হ্যান্ডেলটি চালানোর জন্য কর্মী খোঁজা হচ্ছে, সেটি আসলে রানির। মানে, ব্রিটেনের রানি এলিজাবেথের। নতুন ডিজিটাল কমিউনিকেশন অফিসারের পদে লোক নেওয়া হবে বলে জানিয়ে বিজ্ঞাপন দিয়েছে বাকিংহাম প্যালেস। রানির অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে, ফুল-টাইম এই চাকরির জন্য মিলবে বার্ষিক ৩০,০০০ পাউন্ড। অর্থাত্‍‌ বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

রানির টুইটার হ্যান্ডেলে তার কাজকর্ম ও রাজ পরিবারের সঙ্গে জনগণের যোগাযোগের কথা তুলে ধরতে হবে। বিভিন্ন দেশে রানির সফর, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার যোগদান ও রাজপরিবারের কাজকর্ম সম্পর্কে পোস্ট লিখতে হবে টুইটারে। শুধু টুইটারই নয়, ফেসবুক ও ইউ টিউবেই লিখতে হবে সেই পোস্ট।

এই পদে আবেদন করতে হলে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরতে হবে। অভিজ্ঞতা থাকতে হবে ওয়েবসাইট পরিচালনার। ব্যক্তিকে হতে হবে দূরদর্শী ও সৃজনশীল। তার ছবি ও ভিডিও ধারণাও ভালো থাকা দরকার।

রানির টুইটার ফলোয়ারের সংখ্যা ২.৭৭ মিলিয়ন। গত বছর জুনেই নিজের ৯০তম জন্মদিনে তার অনুগামীদের ধন্যবাদ জানিয়ে এলিজাবেথ বলেছিলেন, 'আমি ডিজিটালি যে বিশাল সংখ্যক শুভেচ্ছা পেয়েছি তাতে আমি আপ্লুত। আপনাদের সবাইকে এজন্য ধন্যবাদ জানাই।'

১২ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে