মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৭, ০১:০৬:২৩

জেনে নিন, ভ্যালেন্টাইন্স ডে-তে সঙ্গীকে কী উপহার দিবেন?

জেনে নিন, ভ্যালেন্টাইন্স ডে-তে সঙ্গীকে কী উপহার দিবেন?

এক্সক্লুসিভ ডেস্ক: রাত পোহালেই ভ্যালেন্টাইন্স ডে। তারপর শহরের রাজপথে দেখা যাবে কপোত-কপোতীর ভিড়। এদিকে এই বিশেষ দিন উপলক্ষে চারিদিকে হরেক জিনিষের বিজ্ঞাপনের মেলা, কী দেবেন আপনার ভ্যালেন্টাইনকে বুঝতেই পারছেন না? একেবারেই অন্যরকম কিছু দিয়ে তাক লাগিয়ে দিতে চাইছেন আপনার সেই ‘তাঁকে’! তাহলে একবার চোখ বুলিয়ে নিন অভিনেত্রী আলিয়া ভট্টের ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সাজেশনে।

সম্প্রতি আলিয়া ভট্ট তাঁর ‘ডিয়ার জিন্দেগি’, ‘উড়তা পঞ্জাব’ এবং ‘হাইওয়ে’র মতো ছবিতে নজরকাড়া অভিনয়ের জন্যে সকলেরই প্রশংসা কুড়িয়েছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে অভিনেত্রীর ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’। ছবিতে আলিয়ার ‘তমা তমা’ নাচ এরমধ্যেই নতুন প্রজন্মের কাছে বিশেষ প্রিয়। তিনি কর্নেটোর দূত এবং আইসক্রিমের রেড ভেলভেট এডিশনেরও সম্প্রতি সূচনা করেছেন।

আলিয়ার কথায় বিভিন্ন লোকের কাছে ভালবাসার মানে ভিন্ন। অনেকের কাছে এটা শুধুমাত্রই একদিনের মজা। সন্ধেবেলা হাতে হাত রেখে বেরনো। অনেকের কাছে আবার ক্যান্ডেল লাইট ডিনার, দামি উপহার মানে প্রেম দিবস। তবে আলিয়া মহিলাদের জন্যে কয়েকটি সাজেশন দিয়েছেন তাঁদের প্রেমিককে দেওয়ার জন্যে।

১. স্নিকারসের প্রতি সব ছেলেদেরই এক বিশেষ দুর্বলতা রয়েছে। অতএব কারও কাছে যদি একাধিক স্নিকারস থাকেও, আরও একজোড়া পেতে তাদের মোটেই মন্দ লাগবে না।

২. সুইস আর্মি নাইফ, অ্যাডভেঞ্চার প্রিয় পুরুষদের জন্যে এটা একেবারে সঠিক পছন্দ।

৩. ঘড়ি, একটু প্রাচীনপন্থী, একটু ব্যক্তিত্ববান পুরুষদের জন্যে একেবারেই সঠিক

৪. যাঁরা বই পড়তে ভালবাসেন, তাঁদের অবশ্যই পছন্দের বই উপহার দিতেই পারেন, দারুন লাগবে আপনার সঙ্গীর।-এবিপি আনন্দ

১৪ ফেব্রুয়ারি ২০১৭/এমটি নিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে