এক্সক্লুসিভ ডেস্ক : একদিকে যখন সারা ভারত মেতেছিল প্রেমের দিবস উদযাপনে, সেখানেই দিল্লীর পুলিশ নাস্তানাবুদ হচ্ছিল একটি হাড় হিম করা খুনের ঘটনার তদন্ত করতে গিয়ে। ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির মধু বিহার কলোনিতে। খবর ইন্ডিয়া টাইমসের।
এক প্লম্বার তার স্ত্রীকে খুন করে তার শরীরকে করাত দিয়ে টুকরো টুকরো করে কেটে ফেলে এবং কাটা মাথা ঝুলিয়ে রাখে ঘরের ভিতরেই লোহার পেরেকে। ঘটনাটি সামনে আসে মঙ্গলবার যখন ঘর থেকে পচা গন্ধ বেরোনোয় পড়শিরা পুলিশে খবর দেয়। তদন্তে জানা গিয়েছে শনিবার স্ত্রীকে খুন করে সে। এরপর টানা তিন দিন স্ত্রীর মৃতদেহের পাশেই শুয়ে ছিল সে। মঙ্গলবার সকালে করাত কিনে এনে দেহ টুকরো করে।
অভিযুক্ত প্লাম্বার সুবোধ কুমার (৪০) জেরায় স্বীকার করে নিয়েছে বেশ কিছুদিন ধরেই স্ত্রী মনীষাকে খুন করার ফন্দি এঁটেছিল সে। সেই মতোই শনিবার ইচ্ছে করেই স্ত্রীর সঙ্গে ঝগড়া শুরু করে সে।
৬ মাস আগে দ্বিতীয় বিয়েও করে সে। খুন করার দু’দিন আগে দুই মেয়েকে (বয়স ৯ এবং ১২) রাঁচিতে তাদের মামার বাড়ি পাঠিয়ে দেয় সুবোধ। দ্বিতীয় বিয়ের কথা জানতে পেরে ডিভোর্স চেয়েছিলেন মনীষা। প্রতিবেশীরা জানিয়েছেন, প্রায়ই স্বামী স্ত্রীর মধ্যে বচসা হত এবং রাগের মাথায় সুবোধ স্ত্রী এবং মেয়েদের মারত। পড়শিরা বাধা দিতে আসলে তাদের সঙ্গেও দুর্ব্যবহার করত সে।
১৫ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস