বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৭, ০৯:১০:১৪

তুরস্কে রুশ রাষ্ট্রদূতের হত্যার ছবি সর্বোচ্চ পুরস্কার বিজয়ী

তুরস্কে রুশ রাষ্ট্রদূতের হত্যার ছবি সর্বোচ্চ পুরস্কার বিজয়ী

এক্সক্লুসিভ ডেস্ক : আন্তর্জাতিক সংবাদ চিত্র প্রতিযোগিতায় বিজয়ী নির্বাচন করা হয়েছে ৮০ হাজারের বেশি ছবির মধ্যে থেকে। ওয়ার্ল্ড প্রেস ফটো ২০১৭ সালের প্রথম পুরস্কার পেয়েছে তুরস্কে রুশ রাষ্ট্রদূত আন্দ্রেই কারলফকে গুলি করে হত্যা করার ছবিটি। খবর বিবিসি বাংলার।

আঙ্কারায় একটি আর্ট গ্যালারিতে ২০১৬ সালের ১৯শে ডিসেম্বর ছবিটি তোলেন অ্যাসোসিয়েটেড প্রেসের আলোকচিত্রী বুরহান অজবিলিচি। এতে দেখা যাচ্ছে তুরস্কের একজন পুলিশ মেভলুৎ মার্ট অলতিনাস, যিনি ডিউটিতে ছিলেন না, রাষ্ট্রদূতকে গুলি করে হত্যা করার পর চিৎকার করছেন।

চিত্র প্রতিযোগিতার বিচারকদের সভাপতি স্টুয়ার্ট ফ্র্যাঙ্কলিন অজবিলিচির ছবিটির প্রশংসা করে বলেন, "আমি মনে করি এটি একটি দারুণভাবে নাড়া দেওয়া সংবাদচিত্র। ঘটনার তাৎক্ষণিক মুহূর্তকে তুলে ধরা অসাধারণ ছবি। এটা শুধু যে কোনো একটা আলোকচিত্র নয়, এটা ঘটনাস্থল থেকে সংবাদের ছবি। বুরহান খুবই দুঃসাহসী। একটা ভয়ানক ঘটনা যখন ঘটছে তখন মাথা অসাধারণ ঠাণ্ডা রেখে তার ছবি তুলে আনা দারুণ কৃতিত্বের।"

অজিবিলিচি 'স্পট নিউজ' ক্যাটেগোরিতেও জয়ী হয়েছেন 'তুরস্কে আততায়ীর এক হত্যাকাণ্ড' এই শিরোনামে ওই ঘটনার ছবিগুলোর জন্য। ওয়ার্ল্ড প্রেস ফটো ১৯৫৫ সাল থেকে প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এবছর জুরিরা আটটি বিভিন্ন ক্যাটেগোরিতে ২৫টি দেশের ৪৫জন আলোকচিত্রীকে পুরস্কৃত করেছেন।

'জেনারেল নিউজ স্টোরিজ' ক্যাটেগোরিতে প্রথম পুরস্কার পেয়েছেন নিউ ইয়র্ক টাইমসের ড্যানিয়েল বেরেহুলাক। 'ওরা আমাদের পশুর মত মারছে' এই শিরোনামের ছবিটিতে দেখা যাচ্ছে জেলখানার কয়েদীদের- ফিলিপিনের ম্যানিলায় এক পুলিশ স্টেশনের ভেতর সন্দেহভাজন মাদক অপরাধীদের জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে, যেদিকে তাকিয়ে এই কয়েদীরা।

পরের ছবিটির জন্য 'জেনারেল নিউজ (সিঙ্গলস)' ক্যাটেগোরিতে বিজয়ী হয়েছেন লঁ মঁন্দ পত্রিকার ফোটো সাংবাদিক লঁরা ভ্যান ডার স্টকট। ছবিটি তিনি তোলেন ২০১৬ সালের দোসরা নভেম্বর যখন ইরাকী বিশেষ বাহিনীর মসুলের পূর্বাঞ্চলে গগজালি এলাকায় বাড়ি বাড়ি তল্লাশি অভিযান চালানোর সময়।

'জেনারেল নিউজ স্টোরিস' ক্যাটেগোরিতে নিউ ইয়র্ক টাইমসের সের্গেই পোনোমারেফের তোলা পরের ছবিটি দ্বিতীয় স্থান পেয়েছে। ১২ই নভেম্বর তোলা ছবিতে দেখা যাচ্ছে একটি পরিবার মসুলের যুদ্ধ থেকে পালাচ্ছে। পেছনে কাইয়ারার তেলক্ষেত্রে আগুন জ্বলছে।

'লং টার্ম প্রজেক্ট' ক্যাটেগোরিত 'ইউক্রেনের কালো দিন' শিরোনামে ভ্যালেরি মেলনিকফের নিচের ছবিটি প্রথম পুরস্কার পেয়েছে। রুশ আন্তর্জাতিক সংবাদ সংস্থা রসিয়া সেগোদনিয়ায় প্রকাশিত সিরিজের এই ছবিতে দেখা যাচ্ছে লুহানস্কায়া গ্রামের উপর বিমান হামলায় বিধ্বস্ত একটি বাড়ি থেকে পালাচ্ছেন একটি দম্পতি।

একই ক্যাটেগোরিতে দ্বিতীয় পুরস্কার পাওয়া পরের ছবির আলোকচিত্রী প্যানোস পিকচার্সের হোসেন ফাতেমি। গত কয়েক বছর ধরে ইরানের জটিল সমাজ জীবনের বিভিন্ন দিকের ছবি তুলেছেন ফাতেমি। তার ছবিতে উঠে এসেছে ইরানী সমাজের দৈনন্দিন জীবনের অনেক অজানা অচেনা দিক। এই ছবিতে দেখা যাচ্ছে নৃত্যরত দুজন তরুণীকে।

কনটেম্পোরারি ঘটনা বিষয়ে ছবির ক্যাটেগোরিতে প্রথম হয়েছেন অ্যাম্বার ব্র্যাকেন। আমেরিকার উত্তর ডাকোটায় নতুন তেলের পাইপলাইন বসানোর বিরুদ্ধে ২০শে নভেম্বর ২০১৬য় বিক্ষোভকারীদের প্রতিবাদের এই ছবির জন্য। একটি মহাসড়কে পুলিশি প্রতিবন্ধকতার সময় গোলমরিচের স্প্রেতে আহত এক ব্যক্তিকে মিল্ক অফ ম্যাগনেসিয়া দিয়ে চিকিৎসা করা হচ্ছে।

পরের ছবিতে ২০১৬ সালের ব্রাজিলের রিও ডি জেনিয়েরোর অলিম্পিকে ১০০ মিটার দৌড় প্রতিযোগিতার সময় জামাইকার উসেইন বোল্ট পেছন ফিরে প্রতিযোগীদের অবস্থান দেখে নিয়ে হাসছেন। প্রতিযোগিতায় বিজয়ী বোল্টের এই দৌড়ের ছবি তুলেছেন কাই অলিভার ফাফেনবাক্। স্পোটর্স সিঙ্গলস্ ক্যাটেগোরিতে ছবিটি তৃতীয় পুরস্কার পেয়েছে।

পরের ছবিটির জন্য নেচার সিঙ্গলস ক্যাটেগোরিতে পুরস্কৃত হয়েছেন ফ্রান্সিস পেরেজ। ছবিটি তিনি তুলেছেন ২০১৬ সালের ৮ই জুন। স্পেনের ক্যানারি আইল্যান্ডে টেনেরিফের উপকূলে মাছ ধরার জালে আটকে গেছে একটি সামুদ্রিক কচ্ছপ।

নেচার স্টোরিজ ক্যাটেগোরিতে 'গণ্ডার বাঁচাও লড়াই' শিরোনামের পরের ছবির জন্য প্রথম পুরস্কার পেয়েছেন ন্যাশানাল জিওগ্রাফিক সাময়িকীর আলোকচিত্রী ব্রেন্ট স্টার্টন। এই ছবিতে দেখা যাচ্ছে দুজন গণ্ডার চোরাশিকারীকে, একজনের বয়স ১৯, অন্যজনের বয়স ২৮। ক্রুগার ন্যাশানাল পার্কের সীমান্তবর্তী এলাকায় মোজাম্বিকের চোরাশিকারী দমন টিমের হাতে ধরা পড়ে এই দুই চোরাশিকারী। স্থানীয় কারাগারে চালানের অপেক্ষায় বসে আছে দুই অপরাধী।

২ ডিসেম্বর ২০১৬ কিউবার লাস তুনাস প্রদেশে ফিদেল কাস্ত্রোর দেহভস্ম বহনকারী যান চলে যাবার পর ছাত্রদের ঘরে ফিরিয়ে নিয়ে যাচ্ছে একটি ট্রাক। ডেইলি লাইফ স্টোরিজ ক্যাটেগোরিতে নিউ ইয়র্ক টাইমসের টমাস মুনিতার তোলা নিচের ছবিটি প্রথম পুরস্কার পেয়েছে।

দুই বোন অলগা আর অ্যাডেলিনা লিম হি কোরীয় বংশোদ্ভুত দুজন কিউবান। কিউবায় কোরীয় বংশোদ্ভুত মানুষের সংখ্যা হাতে গোনা। বংশ পরম্পরায় তারা সবাই কোরীয়। কিউবানদের সঙ্গে তাদের বংশের কারও বিয়ে হয়নি। এই দুই বোনের পিতামহের নাম ছিল চিওন তায়েক। কিউবায় প্রথম যেসব কোরীয় এসে বসতি গেড়েছিলেন তাদের মধ্যে সুপরিচিত ছিলেন চিওন তায়েক। পিপলস স্টোরিজ ক্যাটেগোরিতে প্রথম পুরস্কার পাওয়া পরের ছবিটি তুলেছেন মাইকেল ভিন্স কিম।
১৫ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে