শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৭, ০৬:২৯:০৬

গাছতলায় বসে পিঠা খেলেন জনপ্রিয় মন্ত্রী, হতবাক পিঠা বিক্রেতা!

গাছতলায় বসে পিঠা খেলেন জনপ্রিয় মন্ত্রী, হতবাক পিঠা বিক্রেতা!

এক্সক্লুসিভ ডেস্ক : দেশের উত্তর-পশ্চিমের জেলা রাজশাহীতে এখন শীতের আমেজ! সেই শীতের আমেজে গাছতলায় বসে মরিচ বাটা দিয়ে পিঠা খাচ্ছেন এক ব্যক্তি, যিনি খুশি মনে পিঠা খেয়েই চলছেন। যে নারী পিঠা বানাচ্ছেন তিনি তো অবাক! অবাক হওয়াই কথা কারণ ব্যক্তিটি আর কেউ নয়, দেশের সুনামধন্য মন্ত্রী ও জনপ্রিয় রাজনীতিবিদ ওবায়দুল কাদের।

সবুজ ছায়া ঘেরা গাছতলায় বসে খাচ্ছেন একজন মন্ত্রী আর কৌতুহলী মানুষ তাকিয়ে দেখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সরকারের যোগাযোগ, পরিবহন এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে।  ১৭ ফেব্রুয়ারি শুক্রবার রাজশাহী সফরে গেছেন ওবায়দুল কাদের। সেখানের বেশকিছু ছবি তিনি তার ফেসবুক ভেরিফাইড পেজে পোস্ট করেছেন। সেখানে দেখা যায় যে রাস্তার পাশে পিঠা বিক্রির দোকান থেকে খুশিমনেই পিঠা খাচ্ছেন তিনি। আর নারী পিঠা বিক্রেতা যেন অবাক হয়ে তাকিয়ে আছেন মন্ত্রীর দিকে।  

তিনি অবাক হচ্ছেন যে দেশের একজন মন্ত্রী তার রাস্তার পাশের খোলামেলা দোকান থেকে পিঠা খাচ্ছেন। কারণ সচারচার একটু বিত্তবান ব্যক্তিরাও রাস্তার পাশের এরকম খোলামেলা দোকান থেকে কিছু খান না।  

বাংলাদেশের সকল রাজনীতিক এবং সাধারণ মানুষের কাছে ওবায়দুল কাদের পছন্দের ব্যক্তি। বাংলাদেশের ফাটাকেষ্টও বলা হয় তাকে। এর প্রধান কারণ হলো তার সহজ সরল জীবনজাপন। বেশীরভাগ সময় টি শার্ট পরেই এবং অতি সাধারণ ভাবেই চলাফেরা করেন তিনি। আর সাধারণের কাছে পছন্দের অন্যতম কারণ হলো তার সারল্যতা।  

তবে ওবায়দুল কাদেরের ক্ষেত্রে এটি নতুন ঘটনা নয়। রাস্তার পাশের তরকারির দোকান থেকে বাজার করা, চায়ের টং দোকান থেকে চা খাওয়াসহ সাধারণের মত চলাফেরা করে এর আগেও অনেকবার সকলের প্রশংসা কুড়িয়েছেন তিনি।

১৮ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে