রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৭, ১১:৪৫:৩৯

৬ বছরের ভাঙা এই ফোনের দাম ১ কোটির বেশি! আসল সত্যটা জানুন

৬ বছরের ভাঙা এই ফোনের দাম ১ কোটির বেশি! আসল সত্যটা জানুন

এক্সক্লুসিভ ডেস্ক: এখন আই ফোন ৪এস-এর ১৬ জিবি দাম দশ হাজার টাকার মতো। কিন্তু যে আই ফোন ৪এস-এর কথা এখানে বলা হচ্ছে, সেটির দাম ভারতীয় মুদ্রায় ১ কোটি ৬০ হাজার ৫৫২ টাকা। এর নেপথ্যে রয়েছে কোন সত্য?


ফোনের দুনিয়ায় দামের বিচারে দেখতে গেলে এমনিতেই মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে থাকে আইফোন। কিন্তু তাই বলে কোনও আইফোনের দাম যে এক কোটি টাকার বেশি হবে, তা হয়তো বিশ্বাস করবেন না কেউই। তাও আবার সেই আই ফোনটি নাকি ভাঙা!

বাজারে ইতিমধ্যেই লঞ্চ করে গিয়েছে আইফোন ৭। এখন আইফোন ৪এস-এর ১৬ জিবি-র দাম দশ হাজার টাকার মতো। কিন্তু যে আইফোন ৪এস-এর কথা এখানে বলা হচ্ছে, সেটির দাম ১,৪৯,৯৯৯ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য ১ কোটি ৬০ হাজার ৫৫২ টাকা। ফোনটির বয়স ৬ বছর। ফোনটির স্ক্রিনও ফেটে গিয়েছে। সেই ভাঙা ফোনই বিক্রি হচ্ছে অনলাইন ই-কমার্স সংস্থা ‘ই-বে’তে। কিন্তু হঠাৎ এত দাম কেন এই আই ফোনটির?


ওই অনলাইন সংস্থার তরফে দাবি গিয়েছে, এই ফোনটি আসলে ‘স্ট্রিক্টলি লিমিটেড এডিশন স্টিভ জোবস সুপার রেয়ার আইফোন ৪এস।’ ফোনটির পিছনে থাকা অ্যাপল-এর লোগোতে স্টিভ জোবসের মুখ আঁকা রয়েছে। যেটির নকশা তৈরি করেছিলেন হংকংয়ের ডিজাইনার জোনাথন ম্যাক। স্টিভ জোবসের মৃত্যুর পরে, তাঁর স্মৃতিতে যে ৫৬টি ফোন তৈরি করে বাজারে ছাড়া হয়, তার মধ্যে এটি নাকি একটি।


এবার ঘটনাটি হল, জোবসের স্মৃতিতে ওই ৫৬টি আইফোন বানিয়েছিল ‘গোল্ডজেনি’। ওই এডিশনের সবক’টি ফোনের পিছনের কভার ছিল সোনার পাতের। কিন্তু ই-বে যে ফোনটি লিমিটেড এডিশন বলে বিক্রি করছে, সেই ফোনটির লোগোতে জোবসের মুখ ছাড়া, আর কোনও কিছুই অন্য আইফোনের থেকে আলাদা নয়। ফোনটির পিছনের অংশটি গোল্ড প্লেটেডও নয়। ফলে ই-বের দাবি কতটা সত্য তা নিয়ে সন্দেহ জেগেছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ফোনটির ছবি ও দাম ভাইরাল হয়ে গিয়েছে। ফোনটি নিয়ে বিতর্কও চলছে প্রচুর।-এবেলা
১৯ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে