সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৭, ০৭:৪৮:৩৯

'ভারতের ৬৫% আইটি কর্মীই অকর্মার ঢেঁকি, এবার খোয়াবেন চাকরি'

'ভারতের ৬৫% আইটি কর্মীই অকর্মার ঢেঁকি, এবার খোয়াবেন চাকরি'

এক্সক্লুসিভ ডেস্ক : ডিজিটাল ক্ষেত্র যেভাবে ঝড়ের গতিতে এগিয়ে চলেছে, তার সঙ্গে পাল্লা দেওয়ার মতো দক্ষতা অধিকাংশ আইটি কর্মীরই নেই। এমনকী তাদের প্রশিক্ষণ দিয়েও কোনও লাভ হবে না। আর এজন্যই মধ্যমমানের ও শীর্ষ পদের প্রচুর কর্মীদের আগামীদিনে চাকরি খোয়াতে হবে। এমনই আশঙ্কার কথা শোনালেন নাম করা কোম্পানি ক্যাপজেমিনির চিফ এগজিকিউটিভ শ্রীনিবাস কান্দুলা। খবর ইন্ডিয়া টাইমসের।

বার্ষিক ন্যাসকম লিডারশিপ সামিটে কান্দুলা বলেন, 'আমি খুব হতাশাবাদী নই। কিন্তু এটা একটা সাংঘাতিক চ্যালেঞ্জের কাজ। আর আমার বিশ্বাস ৬০%-৬৫% কর্মী (আইটি) প্রশিক্ষণ দেওয়ারই যোগ্য নন। সম্ভবত মধ্যম মানের ও শীর্ষ স্তরে সবচেয়ে বড় বেকারত্বের সাক্ষী হতে চলেছে ভারত।'

ফ্রান্সের আইটি কোম্পানির অন্তর্দেশীয় শাখার প্রধান কান্দুলা আইটি কর্মীদের শিক্ষা-দীক্ষা নিয়েও প্রশ্ন তুলেছেন। তার মতে, প্রায় ৪ কোটি আইটি কর্মীই লো গ্রেডের ইঞ্জিনিয়ারিং কলেজের ডিগ্রিধারী। সেইসব কলেজে ছাত্রছাত্রীদের ভালো রেকর্ড ধরে রাখার জন্য যে কঠিন গ্রেডের সিস্টেম রয়েছে, তা মেনে চলা হয় না। ডিজিটাল প্রযুক্তির আধুনিকীকরণের ফলে আইটি কর্মীদের প্রায় অর্ধেকেরই পুনরায় প্রশিক্ষণের প্রয়োজন বলে Nasscom মন্তব্য করার পরদিনই আইটি কর্মীদের প্রশিক্ষণ সম্পর্কে এ কথা বললেন শ্রীনিবার কান্দুলা।
২০ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে